দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার অ্যাপল-ইনটেল চুক্তিবদ্ধ হলো স্মার্টফোনের চিপ উৎপাদনে। এই লক্ষ্যে ইনটেল করপোরেশনের সঙ্গে ১শ কোটি ডলার মূল্যের চুক্তি সই করেছে মার্কিন এই প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনের জন্য নিজস্ব চিপ উৎপাদন শুরু করতে চলেছে বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এই লক্ষ্যে ইনটেল করপোরেশনের সাথে ১শ কোটি ডলার মূল্যের চুক্তি সই করেছে মার্কিন এই প্রতিষ্ঠানটি।
চুক্তি মতোবেক, অ্যাপল ১৭ হাজার ওয়্যারলেস প্রযুক্তির পেটেন্ট পাবে। যা আইফোন উৎপাদন প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও প্রসারিত করবে বলে মনে করা হচ্ছে। এই চুক্তির আওতায় ইনটেলের চিপ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপাদান ব্যবহার করবে অ্যাপল। সেই সঙ্গে অ্যাপলে যোগ দেবে ইনটেলের ২ হাজার ২শ কর্মী।
অপরদিকে সংবাদ মাধ্যমের এই চুক্তির খবর প্রকাশের পর ইনটেলের শেয়ারদর ৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে অ্যাপলের শেয়ারদরও।