দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোনো উৎসব আসলেই নতুন নাটক নির্মাণের জোয়ার আসে। পহেলা বৈশাখ, ঈদ উৎসবকে সামনে রেখেই প্রচুর নাটক নির্মাণ হয়ে থাকে প্রতিবছর। এবার এর ব্যতিক্রম ঘটেছে। পুরোনো নাটকে বৈশাখের আয়োজন করা হয়েছে।
আজ বাংলা নববর্ষ। তবে এবার করোনা ভাইরাসের সক্রমণে থেমে গেছে সবকিছু। কোনো উৎসব-পার্বণ ছাড়াই এবার ঘরে বসে নিরবেই নতুন বছরকে স্বাগত জানাতে হচ্ছে সবাইকে।
করোনা সংকটের মধ্যে ঘরবন্দি হয়ে কাটছে মানুষের দিন। সব রকমের শুটিংও বন্ধ। তাই নতুন কোনো নাটকও নির্মাণ হচ্ছে না বৈশাখ উপলক্ষে। ইতিমধ্যেই নতুন নাটকের সংকটও তৈরি হতে শুরু করেছে। শুটিং করতে না পারায় ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে টেলিভিশনের অনেকগুলো ধারাবাহিক নাটক। ইতিমধ্যেই ঘরবন্দি দর্শককে বিনোদন দিতে ঘরে বসেই বৈশাখের নতুন আয়োজন করার প্রচেষ্টা চালাচ্ছেন টিভি চ্যানেলগুলো।
তবে সেই সব আয়োজন হচ্ছে পুরনো সব কন্টেন্ট নিয়েই। এবার পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল ৩টি নাটক প্রচার করবে বৈশাখী টেলিভিশন। রাত ৮টায় প্রচার হবে বৈশাখের বিশেষ নাটক ‘বৈশাখের ভালোবাসা’। সিদ্দিকের রচনা এবং পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন সিদ্দিক, আহসানুল হক মিনু, সালেহা আহমেদ এবং জাপানী অভিনেত্রী মাই আতানাবিসহ প্রমুখ।
আজ রাত ৯টায় প্রচার হবে ‘যেই লাউ সেই কদু-২’। বেনু শর্মার চিত্রনাট্য এবং আল হাজেনের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা, শফিক খান দিলু, হায়দার আলী, অলিউল হক রুমি প্রমুখ।
রাত ১১টায় প্রচার হবে ‘নীল ফুল’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বিন্দু, আরেফিন শুভ।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘বৈশাখের ভালোবাসা’ নাটকটি প্রথম প্রচার হয়েছিলো ২০১৮ সালে। ‘যেই লাউ সেই কদু-২’ নাটকটিও ছিলো ২০১৮ সালের ঈদের একটি নাটক। অপরদিকে নীল ফুল নাটকটি ২০১৭ সালের নাটক। করোনার প্রকপ না থাকলে হয়তো এর পরিবর্তে প্রচার হতো বৈশাখের নতুন নতুন নাটক।
বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি সংস্কৃতি লালন করেই বৈশাখী টিভির জন্ম। তবে করোনা ভাইরাসের মহামারির কারণে বৈশাখে আমাদের তেমন কোনো আয়োজন নেই বললেই চলে। তবুও যতোটুকু আয়োজন করতে পেরেছি তা শুধুমাত্র দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই। বৈশাখী টিভির এই আয়োজন দর্শকদেরও ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। সবশেষে শুধু এটুকু বলতে চাই, সতর্ক থাকুন, ঘরে থাকুন, ভালো থাকুন।’
এমনিভাবে বিভিন্ন টিভি চ্যানেলে এবারের বৈশাখের বিশেষ আয়োজনে প্রচার হবে পুরোনো নাটক। আসছে ঈদের আয়োজন নিয়েও সঙ্কার মধ্যে রয়েছে নাটক ইন্ডাস্ট্রি। করোনায় ঘরে বন্দি হয়ে সবাই অপেক্ষা করছেন কেবলমাত্র সুদিনের জন্য।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।