দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনার কারণে সবকিছুই থমকে গিয়েছিলো। থমকে গিয়েছিলো অভিনেত্রী ভাবনার একটি ছবির শুটিংও। তবে আবার শুরু হয়েছে ছবিটির শুটিং।
ভাবনার যে ছবির শুটিং শুরু হয়েছে সেই ছবির নাম ‘লাল মোরগের ঝুঁটি’। এই সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা নুরুল আলম আতিক। গত ১ অক্টোবর হতে ময়মনসিংহের গৌরিপুরে শুটিং শুরু হয়েছে সিনেমাটির। টানা ৯ দিন শুটিং চলেছে সেখানে। প্রথম দিনের শুটিংয়েই অংশ নেন ভাবনা। তারপর মাঝে অল্প কিছুদিনের বিরতি দিয়ে গত ৩০ অক্টোবর হতে টাঙ্গাইলে শুরু হয়েছে শুটিং। টাঙ্গাইলের শুটিংয়েও অংশ নিয়েছেন অভিনেত্রী ভাবনা।
এই সিনেমা সম্পর্কে ভাবনা বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাতে আমাকে দেখা যাবে ‘পদ্ম’ নামক একটি চরিত্রে । লকডাউনের আগে প্রায় ৩ মাস ধরে সিনেমার প্রস্তুতি নিয়ে তারপর শুটিং শুরু করেছি। আশা করি সিনেমাটি দর্শকদের কাছে ভালো লাগবে।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে অনিমেষ আইচ পরিচালক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখ আসমান’। এতে করোনাকালের একজন সংগ্রামী চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ভাবনা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।