দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাকশন ও থ্রিলার ঘরানার বলিউড চলচ্চিত্র ‘ধুম’। এই সিরিজের ৩টি সিনেমা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। এবার ধুম-৪ এ দীপিকাকে দেখা যাবে চোরের চরিত্রে!
আগের ৩টি সিনেমায় চোরের ভূমিকায় দেখা গেছে বলিউডের ‘হ্যান্ডসাম বয়’ জন আব্রাহাম, হৃতিক রোশান এবং আমির খানকে।
এবার ধুম-৪ এ বদলে যাচ্ছে চোরের চরিত্র। কারণ পুরুষের পরিবর্তে এবার সুন্দরী এক নারী চোরকে দেখা যাবে। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার এই তথ্য প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস এবার একজন নারী ভিলেনকে পরিচয় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর তাই ‘ধুম-৪’-এ এই চরিত্রে দীপিকা পাড়ুকোন অভিনয় করবেন।
যদিও এ বিষয়ে আলোচনা চলছে। তবে দীপিকা পাড়ুকোনও এতে নাকি অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে চুক্তিবদ্ধ হওয়ার আগে শিডিউল সাজাচ্ছেন দীপিকা।
ইতিপূর্বে ‘ধুম ৪’ সিনেমায় চোর বা খলনায়কের ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যায়। এই তালিকায় উঠে এসেছেন শাহরুখ খান, রণবীর কাপুর এবং রণবীর সিং -এর নাম। এবার এই তালিকায় দীপিকা পাড়ুকোনের নাম দেখে দর্শকরা বেশ উচ্ছ্বসিত!
উল্লেখ্য, ‘ধুম’ সিরিজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ‘ধুম-৩’। ২০১৩ সালের ২০ ডিসেম্বর এটি মুক্তি পায়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।