দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৯১টি দেশের জাতীয় সংগীত মুখস্ত করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ভারতের এক তরুণ! অমিত মুল নামে এই তরুণ ভারতের গুজরাতের ভাদোদারার একজন বাসিন্দা।
আমরা দেখেছি বিশ্বের সকল দেশের নাম, রাজধানী বা মুদ্রার নাম মুখস্ত করেছেন অনেকেই। তবে এবার একটু ব্যতিক্রম আর তা হলো ৯১টি দেশের জাতীয় সংগীত মুখস্ত করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের এক তরুণ!
এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) খবরে বলা হয়, ৯১টি দেশের জাতীয় সংগীত মুখস্ত করেছেন ভারতের এক তরুণ। অমিত মুল নামে ওই তরুণ ভারতের গুজরাতের ভাদোদারার বসবাস করেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে এই তরুণ জানিয়েছেন যে, যুক্তরাজ্য, আফগানিস্তান, পাকিস্তানসহ বিশ্বের ৯১টি দেশের জাতীয় সংগীত তিনি গড়গড় করে বলে দিতে পারেন। খবরে আরও বলা হয়, ১৮ বছর বয়সী এই তরুণ বর্তমানে ক্লাসিক্যাল মিউজিক শিখছেন। সংস্কৃত প্রবাদ ‘ভাসুধাভিয়া কুতুম্বাকাম’ অর্থাৎ ‘সমগ্র বিশ্ব একটি পরিবার’ নীতিতে বিশ্বাসী হয়েই মূলত তিনি ভারতসহ এতোগুলো দেশের জাতীয় সংগীত মুখস্ত করে ফেলেছেন।
কাতার সিরিয়া, থাইল্যান্ড ইয়েমেন নিউজিল্যান্ডসহ ৬৯টি দেশের জাতীয় সংগীত মুখস্ত বলতে পারায় ইন্ডিয়া বুক অব রেকর্ডস গত মার্চ তাকে পুরস্কৃতও করে। পরে তিনি আরও ২২টি দেশের জাতীয় সংগীত মুখস্ত করেছেন।
এই বিষয়ে অমিত মুল বলেছেন, আমার পরিবারের সদস্যরা ক্লাসিক্যাল সংগীত অনুশীলন করেন। আমার মা, দাদা-দাদি এবং মামা সবাই পেশাদার ক্লাসিক্যাল শিল্পী। বর্তমানে তিনি কর্ণাটকী উচ্চাঙ্গ সংগীত (ভারতীয় উচ্চাঙ্গ শাস্ত্রীয় সংগীতের আদিমতম রূপ) শিখছেন জানিয়ে বলেন যে, আগ্রহবশত বিভিন্ন দেশের সংগীত জানার জন্য আমি দেশগুলোর জাতীয় সংগীত মুখস্ত করা শুরু করেছিলাম। এভাবেই আমি বিভিন্ন দেশের জাতীয় সংগীত মুখস্ত করতে থাকি। এর জন্য বিভিন্ন পুরস্কার পাওয়ারও প্রত্যাশাও করেন অমিত মুল।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।