দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদার পূরণে ভারত বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ কিনবে । ১০০ গিগাবাইট ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ কেনার পরিকল্পনা করেছে দেশটি।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, বাংলাদেশের দুটি ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান ভারতকে এ ব্যান্ডউইথ সরবরাহ করবে, এতে ভারতের আন্তর্জাতিক কল ও ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রে সুবিধা হবে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএলের এক কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ পেলে আগরতলা গেটওয়ে নামে নতুন গেটওয়ে পাবে ভারত। তথ্য: বাংলাদেশ নিউজ২৪
বাংলাদেশের ব্যান্ডউইথ ভারতের বিএসএনএলকে ভারতভিত্তিক ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান টাটা কমিউনিকেশনস লিমিটেডের ওপর থেকে নির্ভরতা কমাতে সাহায্য করবে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ভারতের বিএসএনএলের সঙ্গে ১০ থেকে ২০ বছরের চুক্তি করবে। এজন্য অপটিক্যাল ফাইবার কেবল বসানোর পরিকল্পনাও হচ্ছে। অবশ্য বিটিসিএল ও বিসিসিএল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি।
জানা যায়, ব্যান্ডউইথ সেবা চেয়ে গত ৩০ জুলাই বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল ঢাকা সফররত ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই বৈঠকে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানির জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল ভারত।
উল্লেখ্য, বাংলাদেশ ‘ইস্ট এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ ৪ বা ‘সী-মি-উই ৪’ সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত। দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্য ও ইউরোপ অঞ্চলের ইন্টারনেটের মেরুদণ্ড মনে করা হয় এ সাবমেরিন কেবলকে।