দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাল্টি-প্যানেল ডিভাইসের দিকে যাচ্ছে মাইক্রোসফট। কোম্পানির নতুন এক প্যাটেন্ট থেকে জানা যায়, ট্রাই-ফোল্ড ডিজাইনের সারফেস ফোন আনতে চলেছে এই সফটওয়্যার জায়ান্টটি।
মাল্টি-প্যানেল ডিভাইসের দিকে যাচ্ছে মাইক্রোসফট। কোম্পানির নতুন এক প্যাটেন্ট থেকে জানা যায়, ট্রাই-ফোল্ড ডিজাইনের সারফেস ফোন আনতে চলেছে এই সফটওয়্যার জায়ান্টটি।
সংবাদ মাধ্যমের এক খবরে জানা যায়, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস প্যাটেন্টটির আবেদনও গ্রহণ করেছে। সেখানে এই স্কেচে একটি ডিভাইসের প্রান্তেও আলাদা স্ক্রিন দেখা যায়।
যখন ডিভাইসটিকে ফোল্ড করা হবে তখন সেটি চিরাচরিত স্মার্টফোনের মতোই দেখায়। ওয়াইড প্রোফাইলে সেটি সারফেস ডুয়োর মতোই দেখাবে। মাইক্রোসফটের পক্ষ হতে অবশ্য বাড়তি কোনো তথ্যই প্রকাশ করা হয়নি। এমনকি এটি কীভাবে কাজ করবে সেটিও বলা হয়নি।
স্যামসাংও নিজস্ব ট্রাই-ফোল্ড ডিভাইস আনতে চলেছে বলে গুজব শোনা যায়। গত মার্চে টিসিএল এমডব্লিউসি বার্সেলোনায় এ ধরনের কনসেপ্ট ডিভাইস প্রদর্শন করে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।