দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার অভিনয়ে এলেন হুমায়ূন আহমেদের তৃতীয় প্রজন্ম। প্রথমবার পর্দায় দেখা যাবে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কন্যা শীলা আহমেদের মেয়ে অনোরাকে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’তে দেখা যাবে শীলা আহমেদের মেয়ে অনোরাকে। ছবির পরিচালক হলেন হুমায়ূনের ছেলে, অনোরার মামা নুহাশ হুমায়ূন। তিন বছর আগে শুটিং হলেও এতোদিন খবরটি গোপনই রেখেছেন তারা।
অনোরার সঙ্গে এর অপর চরিত্রে রয়েছে ‘ন ডরাই’-খ্যাত তারকা সুনেরাহ বিনতে কামাল।
শুটিংয়ের তিন বছর পর ছবিটি সম্পর্কে জানালেন নায়িকা এবং পরিচালক। কারণ এটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে চলেছে এবার। আগামী ১৩ মার্চ এটি দেখানো হবে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উৎসবে।
এই বিষয়ে একটি সংবাদ মাধ্যমকে নুহাশ হুমায়ূন জানিয়েছেন, পৃথিবী ধ্বংসের শেষপ্রান্তে এসে দুই বোনের গল্প উঠে আসবে এতে। যার একজন হলো সুনেরাহ।
তিনি বলেন, ‘২০১৯ সালে ছবিটির কাজ করেছি। এটি নির্মাণ করা হয়েছিল বিশ্বের বিভিন্ন উৎসবে পাঠানোর জন্য। সেই অনুযায়ী ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে এবার। আমার সঙ্গে রয়েছে শীলা আপুর মেয়ে অনোরা।’
ছবির গল্পটি আসলে ভৌতিক। দুই বোনের নাম অপু এবং আইরা। গল্পে দেখা যাবে, একটি রক্তপিপাসু পোকার আক্রমণের কারণে পৃথিবী জনমানব শূন্য হয়ে যাচ্ছে। সর্বশেষ দুজন মানুষ বেঁচে রয়েছে ঢাকায়। তারাই হলো অপু এবং আইরা। একটা সময় তারা বুঝতে পারে যে সেই রক্তপিপাসু পোকার হাত থেকে বেঁচে থাকার হাতিয়ারই হলো মশারি!
এই ছবিটি লিটল-বিগ প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত হয়েছে। যেখানে প্রযোজক হিসেবে রয়েছেন বুশরা আফরিন এবং নুহাশ হুমায়ূন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।