দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাসাগরের গভীরের ছায়াময় স্থানে বসবাস করা একটি ভুতুড়ে বাচ্চা হাঙ্গরের সন্ধান পেয়েছেন নিউজিল্যান্ডের একদল বিজ্ঞানী।
মাছের স্বল্প পরিচিত এই প্রজাতি চিমায়েরা নামেও অধিক পরিচিত। এসব হাঙ্গরের খুব একটা দেখাও পাওয়া যায় না, বাচ্চাদের দেখা পাওয়া তো আরও বিরল ঘটনা।
‘ভৌতিক’ এই হাঙরটি সিমেরা নামেও পরিচিত। এগুলো খুবই বিরল প্রজাতির একটি মাছ। এই প্রজাতির মাছ একটু বড় অবস্থায় দেখা পাওয়া আরও দুষ্কর ব্যাপার।
সাউথ আইল্যান্ডের কাছে সমুদ্রের নিচে প্রায় ১.২ কিলোমিটার (০.৭ মাইল) গভীর হতে ‘ভৌতিক’ এই হাঙরের ওই ছোট্ট বাচ্চাটিকে পাওয়া যায়।
‘ভৌতিক’ হাঙরটি খুঁজে পাওয়া টিমের সদস্য ড. ব্রিট ফানুসি সংবাদ মাধ্যমকে বলেছেন, এই আবিষ্কার অনেকটাই অপরিকল্পিত। সমুদ্রের নিচে অন্য একটি অনুসন্ধানের সময় এটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গভীর সমুদ্রের থাকা বিভিন্ন প্রজাতিগুলোকে খুঁজে পাওয়া খুব একটা সহজ নয়। বিশেষ করে, ‘ভৌতিক’ হাঙরের ক্ষেত্রে তা আরও কঠিন একটি বিষয়। বলা যায়, তারা বেশ রহস্যময়। সেই কারণে আমরা খুব একটা তাদের দেখতেও পাই না।
ড. ফিনুচি বলেছেন, প্রাপ্তবয়স্ক ‘ভৌতিক’ হাঙর নানা রকম বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে। তাই এই বাচ্চা ‘ভৌতিক’ হাঙরের আবিষ্কার আমাদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ একটি বিষয়। এই বাচ্চাগুলোর অভ্যাস একেবারেই পৃথক, তাদের খাবার-দাবারও পৃথক। প্রাপ্তবয়স্কদের সঙ্গে তাদের কিছুটা পার্থক্যও রয়েছে।
তিনি আরও বলেন যে, এখন তাদের প্রথম কাজই হলো এই হাঙরের প্রজাতি খুঁজে বের করা। হাঙরটির শরীর থেকে সামান্য টিস্যুর নমুনা ও জেনেটিক্স সংগ্রহ করা হবে। এই ‘ভৌতিক হাঙর প্রকৃত হাঙর প্রজাতি নয়, তবে হাঙ্গর ও অন্য একটি প্রজাতির সঙ্গে এর বেশ মিল বিদ্যমান।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।