দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লিবিয়া উপকূলে নৌকাডুবিতে তিন শিশুসহ মালির ২২ নাগরিকের মৃত্যু ঘটেছে। জাতিসংঘ এবং মালির সরকার সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
ফাইল ছবি
মৃত্যুবরণ করা ব্যক্তিরা ৮৩ জনের একটি গ্রুপের সদস্য। এদের বেশির ভাগই ছিলো মালির নাগরিক। তাদের বহনকারী নৌকাটি গত ২২ জুন হতে আটকে পড়ে। মঙ্গলবার মালির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
মালির পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে যে, লিবিয়ার কোস্টগার্ডের সহায়তায় ৬১ জনকে উদ্ধার করা হয়। ৯ দিন সাগরে আটকে থাকার পর গত শনিবার তাদের উপকূলে নিয়ে যাওয়া হয়।
আইওএমের মুখপাত্র সাফা মাসেলি জানিয়েছেন, ওই ২২ জনের মৃত্যুর কারণ হলো ডুবে যাওয়া এবং পানিশূন্যতা বলে জানিয়েছেন বেঁচে থাকা ব্যক্তিরা। মাসেলি আরও জানিয়েছেন, বেঁচে যাওয়াদের স্বাস্থ্য খুবই দুর্বল। তাদেরকে হাসপাতালে পাঠিয়েছে আইওএম।
তিনি বলেন, বাকি অভিবাসীদের লিবিয়ার আল-মায়া আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ইউক্রেনের যুদ্ধ থেকে উদ্ভূত ক্ষুধা, দারিদ্র্য, সংঘাত এবং নিপীড়ন থেকে পালিয়ে আসা লোকদের ইউরোপে পৌঁছানোর চেষ্টাকে আরও বাড়াতে পারে বলে উদ্বেগ রয়েছে। ইতিমধ্যে সর্বশেষ বিপর্যয়ের ঘটনাটি সামনে উঠে এসেছে। যুদ্ধের পাশাপাশি বিশ্লেষকরা কোভিড-১৯ মহামারির প্রভাবকেও একটি চালিকাশক্তি হিসেবে উল্লেখ করছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।