দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এ বছর সেপ্টেম্বরেই বাজারে আসতে চলেছে আইফোন ১৪ সিরিজের ফোনগুলো। অন্যান্য বছরের মতোই এ বছরও নতুন আইফোন লঞ্চ ঘিরে টেক প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে।
বিগত কয়েক বছরে আইফোন -এর ডিজাইনে খুব একটা পরিবর্তন হয়নি। আইফোন এক্স -এর পর হতে অ্যাপেল-এর সব ফ্ল্যাগশিপ মডেলেই ডিসপ্লের উপরে নচের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই। এন্ড্রয়েড দুনিয়ায় সস্তার ফোনেও হোল পাঞ্চ ডিসপ্লে ব্যবহার হলেও এতোদিন প্রায় সব আইফোন মডেলের ডিসপ্লের উপরেই থাকতো নচ। তবে এবার সেই ছবিও বদলাচ্ছে। চলতি সপ্তাহেই আইফোন ১৪-এর সম্ভাব্য ছবি ইন্টারনেটে ফাঁস হলো। নতুন মডেলে হোল পাঞ্চের সঙ্গেই ডিসপ্লেতে পিল ডিজাইন দেখা গেছে।
সব ঠিকঠাক থাকলে এ বছর অর্থাৎ ২০২২ সালের সেপ্টেম্বরে আইফোন ১৪ সিরিজের ৪টি নতুন ফোন বাজারে আসছে। আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলগুলো লঞ্চ হবে। তবে এ বছর কোনো আইফোন ১৪ মিনি মডেল লঞ্চ হবে না। অনেকেই বলছেন যে, নতুন আইফোন ১২ এবং আইফোন ৪ -এর মিশ্রণে আইফোন ১৪ ডিজাইন করেছে কুপার্টিনোর কোম্পানি।
সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়, আইফোন ১৩-এর মতোই আইফোন ১৪ সিরিজে এ১৫ বায়নিক চিপ ব্যবহার করতে পারে অ্যাপেল। যদিও নতুন আইফোনের বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি অ্যাপেল।
ছবিতে আইফোন ১৪ এর ডিসপ্লের উপর বৃত্তাকার হোল পাঞ্চ কাট আউটের নীচে সেলফি ক্যামেরা কাট আউট দেখা গেছে। তাছাড়াও পাশে আরও রয়েছে একটি কাট আউট। মনে করা হচ্ছে যে, সেখানে FaceID সেন্সর দিতে পারে অ্যাপেল। ডিসপ্লের পাশে পাতলা বেজেলও থাকছে। ফোনের বাঁ দিকে আরও থাকছে অ্যালার্ট স্লাইডার এবং ভলিউম বাটন। এই ফোনের ডান দিকে পাওয়ার বাটনও থাকতে পারে।
ছবিতে আইফোন ১৪-এর পিছনে ৩টি ক্যামেরা দেখা গেছে। যদিও এই ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কোন তথ্যই জানা যায়নি। ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। অন্যান্য মডেলের মতো ফোনের পিছনে কোম্পানির লোগো দেখা যাবে। ফোনের বাঁ দিকে ভলিউম বাটনের ঠিক নিচে থাকবে সিম ট্রে।
ছবিতে আইফোন ১৪-এর নিচে স্পিকার গ্রিলও দেখা গেছে। এই ফোনটির ডুয়াল স্টিরিও স্পিকার সিস্টেম দিতে পারে অ্যাপেল। ডিজাইনে আধুনিকতার ছোঁয়া যুক্ত হলে এই ফোনের স্পেসিফিকেশনে বড়সড় পরিবর্তন হচ্ছে না বলে ওই খবরে বলা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।