দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যজিৎ রায় আজীবন সম্মাননা পেয়েছিলেন। তারপর আর কোনো বাঙালি অস্কার পুরস্কারই পাননি। আবারও সে আশা তৈরি হলো। কারণ সেরা তথ্যচিত্রের মনোনয়ন পেলেন বাঙালি পরিচালক শৌণক সেন।
শৌণক সেন হলেন পশ্চিমবঙ্গের পরিচালক। এবার সেরা ফিচার ডকুমেন্টারি বিভাগে তার ‘অল দ্যাট ব্রিদস’ মনোনীত হয়েছে অস্কার পুরস্কারের জন্য।
২০২১ সালে আরেক বাঙালি সুস্মিত ঘোষের তৈরি তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’ সেরা তথ্যচিত্রের লড়াইয়ের জন্য মনোনীত হয়। তবে সুস্মিত ঘোষের ভাগ্যে ঘটেনি অস্কারলাভ। শেষ পর্যন্ত লড়াই থেকে ছিটকে গিয়েছিল তাঁরই তৈরি তথ্যচিত্র। এবার জানা গেছে, শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ এবার অস্কারের লড়াইয়ে জায়গা পেয়েছেন।
জানা গেছে, এর কাহিনী হলো: দিল্লির প্রত্যন্ত গ্রাম ওয়াজিরাবাদে বসবাসকারী মহম্মদ সৌদ এবং নাদিম শাহজাদ বলে দুই ভাই বোনের অদ্ভুত নেশা ঘিরেই এর কাহিনী। এই দুই ভাইবোন আহত পাখিদেরকে, বিশেষ করে কালো চিল উদ্ধার করে তাদের শুশ্রূষা করেন। সেই কাহিনী নিয়ে তৈরি হয়েছে শৌনক সেনের তথ্যচিত্র। শৌনক সেনের এটি দ্বিতীয় তথ্যচিত্র বলে জানা যায়। আপাতত অস্কারের মঞ্চে দিল্লীবাসী বাঙালি শৌনক সেনের তথ্যচিত্র সেরার জায়গা করতে পারে কি না- সেটিই এখন দেখার বিষয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।