দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতকাল (বৃহস্পতিবার) ভোরে ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহলে বিমান হামলা চালালে গাজা শহরের ভবনগুলোর ওপর থেকে ধোঁয়া দেখা গেছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, বৃহস্পতিবার ভোরে ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহলে বিমান হামলা চালানোর পর গাজা শহরের ভবনগুলোর ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।
গাজা উপত্যকায় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে বিমান হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনি অঞ্চল হতে ছোঁড়া রকেট প্রতিহত করার কয়েক ঘণ্টা পরই ইসরায়েল এই হামলা চালায়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয় যে, গাজা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর পরই ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। গাজা উপত্যকায় হামলা চালানো হচ্ছে বলে তারা এক বিবৃতি দেয়।
স্থানীয় নিরাপত্তা সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে বলেছেন, প্রথমেই হামলা চালানো হয় এজেদিন আল কাশাম ব্রিগেডের প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে অন্তত ৭ বার হামলা চালায়। এটি হলো ফিলিস্তিনের ইসলামী মুভমেন্ট হামাসের সশস্ত্র শাখা। গাজা উপত্যকার কেন্দ্রস্থলে আল মাগাযীতে এই প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত।
শুধু তাই নয় গাজা সিটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে কাশাম ব্রিগেডের অপর এক প্রশিক্ষণ কেন্দ্রেও ইসরাইল দ্বিতীয় দফায় হামলা চালায়। ইসরায়েলের প্রথম বিমান হামলার পর গাজা উপত্যকা থেকে ইসরাইলে পাল্টা কয়েকটি রকেট হামলাও চালানো হয়েছে।
উল্লেখ্য, জনবহুল গাজায় ২০০৭ সালে হামাসের ক্ষমতা গ্রহণের পর হতেই এটিকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। বর্তমানে গাজার জনসংখ্যা ২৩ লাখ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।