দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবছরের মতো এবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এনটিটি ঈদের বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। আজ রয়েছে ঈদ উল আজহা’র ৭ম দিন (০৫.০৪.২৩) অনুষ্ঠানসূচী।
ঈদ উল আজহা’র ৭ম দিন (০৫.০৪.২৩)
০৮:০০ ধারাবাহিক নাটক: লিভিং লিজেন্ড। পর্ব ০৬। রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব।
০৮:৩০ যন্ত্রসঙ্গীতের বিশেষ অনুষ্ঠান: আহমেদ ব্রাদার্স। উপস্থাপনা: পুতুল। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান।
অংশগ্রহণে: কামরুল আহমেদ, সবুজ আহমেদ ও শান্তা আহমেদ পরিবার।
০৯:০০ একক নাটক: রুনু ভাই ০৩। রচনা ও পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, শিখা খান মৌ, খালেকুজ্জামান প্রমূখ।
১০:০৫ বাংলা ছায়াছবি: পোড়ামন ২। পরিচালনা: রায়হান রাফি। অভিনয়ে: সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু প্রমূখ।
০২:৩০ টেলিফিল্ম: বয়ফ্রেন্ড। রচনা ও পরিচালনা: প্রতি দত্ত। অভিনয়ে: সাব্বির অর্নব, মুনমুন, আব্দুল্লাহ রানা, শিরিন আলম প্রমূখ।
০৫:১০ বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: মোহাম্মদ নূরুজ্জামান। শিল্পী: হৈমিন্তী রক্ষিত দাশ, রাজিব, লায়লা, মিলন মাহমুদ, সাদিয়া লিজা, ঝিলিক, সাগর বাউল, শফি মন্ডল, নিশি শ্রাবনী, আশিক, আলাউদ্দীন, অনন্যা আচার্য্য প্রমি, রাফাত শাহরিয়ার, দীপা, সানজিদা রিমি, শারমিন আক্তার, আয়েশা জেবিন দীপা, দীপ্র, দূর্জয় বড়–য়া প্রমূখ।
০৬:০৫ নৃত্যানুষ্ঠান: রিদম অব জয়। প্রযোজনা: জোনায়েদ বিন জিয়া। অংশগ্রহণে: নিপুন, ভাবনা, নাদিয়া, সুপ্রিয়া ও সাবিলা নূর।
০৬:৪৫ ধারাবাহিক নাটক: লিভিং লিজেন্ড। পর্ব ০৭। রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, হাসান মাসুদ, শহীদুল আলম সাচ্চু, মনিরা আক্তার মিঠু, শামীমা নাজনীন, মাহমুদুল ইসলাম
মিঠু, ওয়ালিউল হক রুমি, মম মোর্শেদ, কাজী উজ্জ্বল, সেমন্তি সৌমি, ডন, নীলা ইসলাম, ববি, জেবা জান্নাত, শাকিলা পারভীন, সামান্তা পারভেজ প্রমূখ।
০৭:৫৫ একক নাটক: বুকটা জুড়ে বাবা। রচনা ও পরিচালনা: নিকুল কুমার মন্ডল। অভিনয়ে: জাহের আলভী, ইফফাত আরা তিথি, আব্দুল্লাহ রানা, রত্মা খান প্রমূখ।
০৯:৩০ একক নাটক: নিঃস্বার্থ ভালোবাসা। রচনা ও পরিচালনা: স্যাবস অভীক। অভিনয়ে: নিলয় আলমগীর, নাদিয়া আহমেদ, মুনিরা মিঠু প্রমূখ।
১১:০৫ একক নাটক: স্টেশন। রচনা: মনসুর রহমান চঞ্চল। পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: ইয়াশ রোহান, মুমতাহিনা টয়া, ফারজানা আহসান মিহি প্রমূখ।
১২:২০ বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: মোহাম্মদ নূরুজ্জামান।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।