দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৪৭ সালের আজকের এইদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। তিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় প্রধান। আজ শনিবার তাঁর ৬৭তম জন্মদিন পালিত হচ্ছে।
প্রতি বছর দেশেই জন্মদিন পালন করলেও এবার দাপ্তরিক কাজে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগদান উপলক্ষে তিনি নিউইয়র্কেই জন্মদিন পালন করবেন। তবে এবার তিনি জন্মদিনে পরিবারের সদস্যদের কাছে পাচ্ছেন। এছাড়াও দেশে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষ্যে আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
এর মধ্যে রয়েছে শনিবার বাদ জোহর বায়তুল মোকারম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা এবং বিকেলে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে মিলাদ, দোয়া মাহফিল, বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দলের পক্ষ থেকে আরও বলা হয় সারাদেশে নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ করা হবে। এছাড়াও শিশু কিশোরদের জন্য শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ার ভবন অডিটোরিয়ামে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে।
অন্যদিকে দিনব্যাপী ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু নির্মম ভাবে স্বপরিবারে মৃত্যুবরণ করলে তখন স্বামীর সঙ্গে দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন। এরপর পাঁচ বছর নয় মাস পর ১৯৮১ সালের ১৭ মে ভারত থেকে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে আওয়ামীলীগকে শক্ত হাতে নেতৃত্ব দিয়ে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দুবার ক্ষমতায় আসেন তিনি।