দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের সেরা ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ। এর কারণ হলো- এটি নিত্যনতুন ফিচার চালু করে থাকে। এই এক প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট, কল, ভিডিও কল করে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
সাধারণভাবে গুগল মিট কিংবা জুমে যেভাবে অডিও-ভিডিও কলের লিঙ্ক শেয়ার করা যায়, শোনা যাচ্ছে যে, এখন থেকে হোয়াটসঅ্যাপেও ঠিক সেভাবেই করা যাবে। ভিডিও কলে এআর ফিল্টার যোগ করতে যাচ্ছে মেটা মালিকানাধীন এই সংস্থাটি, থাকতে চলেছে ব্যাকগ্রাউন্ড বদলানোর সুযোগ, যাতে ব্যবহারকারীদের প্রাইভেসি বিঘ্নিত না হয়, সেটি নিশ্চিত করবে এই প্ল্যাটফর্মটি।
পাশাপাশি গুগল মিট কিংবা জুমের মতো আরেকটি ফিচার নিয়েও হোয়াটসঅ্যাপ কাজ করছে বলে জানা যায়। সব ঠিক থাকলে আগামী দিনে ইউজাররা একেবারেই চটজলদি ভিডিও কিংবা ভয়েস কলের লিঙ্ক শেয়ার করতে পারবেন অন্য ইউজার কিংবা গ্রুপের সঙ্গে।
এখানে এই চটজলদি শব্দটায় একটু গুরুত্বও দিতে হবে। কারণ হলো এই ফিচারের মাধ্যমে ভিডিও ও ভয়েস কলের লিঙ্ক অন্য ব্যবহারকারীদের সঙ্গে কিংবা কোনো গ্রুপে শেয়ার করার সুবিধাও বর্তমানে রয়েছে হোয়াটসঅ্যাপে। তারপরও নতুন করে বিষয়টি আপগ্রেড কেনো করা হচ্ছে, তা অবশ্য অনেককেই বুঝতেও পারছেন না।
এর কারণ হলো, এখন যে পদ্ধতিতে এটি করতে হয়, এরজন্য পেরোতে হয় বেশ কয়েকটা ধাপ, যা অনেক ইউজারের অজানা। জানা গেছে, এর বদলে এই সুবিধা এবার এনে দেওয়া হবে অ্যাটাচমেন্ট বারেও। তাতে ব্যবহারকারীদের একদিকে যেমন সুবিধা হবে, অপরদিকে তেমন সময়ও বাঁচবে।
তবে কারণ আর কিছু নয়। এখন যে পদ্ধতিতে এটি করতে হয়, এরজন্য পেরোতে হয় বেশ কয়েকটি ধাপ, যা অনেক ইউজারের বিষয়টি অজানা। জানা গেছে, এর বদলে এই সুবিধা এবার এনে দেওয়া হবে অ্যাটাচমেন্ট বারে। তাতে ইউজারের একদিকে যেমন সুবিধা হবে, অপরদিকে তেমন সময়ও বাঁচবে।
যা করতে হবে:
# প্রথমেই যাকে কল করা দরকার, সেই ইউজারের কনট্যাক্টে গিয়ে চ্যাট উইন্ডো ওপেন করুন। গ্রুপ হলে ওপেন করতে হবে এর চ্যাট উইন্ডো।
# এবার কল আইকনে ক্লিক করুন।
# তখন নিচে পাওয়া যাবে ক্রিয়েট কল লিঙ্ক।
# এরপর বেছে নিতে হবে কল টাইপ, প্লাস বাটনে ক্লিক করার মাধ্যমে।
# ভিডিও না ভয়েস কল, তা বেছে নেওয়ার পর নিচে সবুজ কল লিঙ্কও এসে যাবে।
# এবার সেটি অন্য ইউজার কিংবা গ্রুপে শেয়ার করলেই চলবে। শুধু মনে রাখতে হবে যে, যিনি এই লিঙ্ক শেয়ার করলেন আর যিনি কলে আসতে চাইছেন, উভয় পক্ষকেই কথা বলার জন্য জয়েন কল বাটনটি ট্যাপ করতে হবে, আর তখনই কল কানেক্টেড হবে।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org