দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ এর আগে আমরা মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর উদ্যোগ নিয়ে প্রতিবেদন করেছিলাম, অবশেষে মঙ্গলে মানুষ পাঠাতে মার্স ওয়ান গ্রুপ অনুদান সংগ্রহের সাইট Indiegogo উম্মুক্ত করেছে।
মার্স ওয়ানের Indiegogo তে খোলা একাউন্টে যে কেউ ১০ ডলার থেকে ২৫ হাজার ডলারের অর্থ সাহায্য পাঠাতে পারেন মঙ্গলে মানুষের বসতি গঠনের উদ্দেশ্যে পাঠানোর প্রকল্প বাস্তবায়ন করার সহায়তার উদ্দেশ্য।
নেদারল্যান্ডের প্রতিষ্ঠান মার্স ওয়ান চায় মঙ্গলে একটি মানুষের বসতি গড়ে তুলতে সেই উদ্দেশ্যে তারা প্রথম মঙ্গলে মানুষ পাঠাতে অনলাইনে সাধারণ আগ্রহী মানুষের আবেদনপত্রের আহ্বান করেন, ফলে এটি সারা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং মঙ্গলে যেতে এখন পর্যন্ত প্রায় ২,০০,০০০ মানুষ আবেদন করেছে। এতো বিপুল সংখ্যক ব্যবহারকারীর আবেদনের প্রেক্ষিতে মার্স ওয়ান বর্তমানে এই প্রকল্প বাস্তবায়ন করতে মহাকাশ যান সহ আরও বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ের নিশ্চয়তা নিশ্চিত করতে অর্থ সংগ্রহে নেমেছেন।
মার্স ওয়ান যখন অনলাইনে ঘোষণা দেয় তারা পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে সারা বিশ্ব থেকে আবেদন গ্রহণ করবে ফলে প্রথম সপ্তাহ থেকেই এই প্রোজেক্টে আবেদন করতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। মার্স ওয়ান তাদের আবেদনে পরিষ্কার করে বলে দেয় মঙ্গল গ্রহে যাওয়ার এই প্রোজেক্ট কেবল এক মুখী যারা সেখানে যাবেন তাদের আর পৃথিবীতে ফিরিয়ে আনা হবেনা! তার পরেও বিপুল সংখ্যক মানুষ আগ্রহ নিয়ে মঙ্গলে যেতে আবেদন করেন।
মার্স ওয়ান জানিয়েছে অর্থ সংগ্রহের কাজ চলার পাশাপাশি আবেদন ও গ্রহণ করা হবে, আবেদন গ্রহণ শেষে প্রাথমিক ভাবে বাছাই করা আবেদনকারীদের কয়কটি ধাপে পরীক্ষা নেয়া হবে এসব পরীক্ষার মাঝে, বুদ্ধি মত্তা, মঙ্গলে যাওয়ার আগ্রহ, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, কঠিন স্নায়ুবিক শক্তি। সব পরীক্ষা শেষে মাত্র ২৭ জনকে মঙ্গলে নেয়ার জন্য পরিপূর্ণ প্রশিক্ষণ দেয়া হবে, এই ক্ষেত্রে তাদের মাঝ থেকে সর্বশেষ যে কয়জন থাকে তাদের নিজেই মঙ্গলের উদ্দেশ্যে মহাকাশ যান রউনা করবে। আগামী ২০১৫ সালেই এই মহাকাশ যান মঙ্গলের উদ্দেশ্য নিয়ে যাত্রা করবে এবং ২০১৮ সালে মঙ্গলে অবতরণ করবে।
সে যাই হোক, Indiegogo তে অনুদানের জন্য খোলা একাউন্টে এখন পর্যন্ত অসংখ্য মানুষ অর্থ সাহায্য দিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত মার্স ওয়ানের প্রকল্পের জন্য ৪০,০০০ ডলার অনুদান জমা হয়েছে! কোম্পানি চাইছে ২০১৪ সালের ডিসেম্বরের আগেই ৪ লক্ষ ডলার অনুদান নিশ্চিত করতে।
চলুন দেখে নিই মার্স ওয়ানের প্রকাশ করা বিজ্ঞাপন মূলক ভিডিওটিঃ
সূত্রঃ দি টেক জার্নাল
বিশেষ ধন্যবাদঃ Indiegogo