দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এর আগে এই ডিসেম্বর মাসের শুরুতেই এশিয়ার পরাশক্তি চীন তাদের প্রথম মানুষবিহীন মহাকাশযান Chang’e-3 চাঁদের উদ্দেশ্যে পৃথিবী থেকে উৎক্ষেপণ করে এবং গত শনিবার অবশেষে Chang’e-3 চাঁদের বুকে অবতরণ করেছে।
এতদিন পর্যন্ত পৃথিবীর দুটি দেশের মহাকাশযান চাঁদে সফল অবতরণের নজির ছিল আর এরা হচ্ছে আমেরিকা এবং রাশিয়া এবার চীন তৃতীয় দেশ হিসেবে চাঁদের বুকে নিজেদের মহাকাশযান Chang’e-3 এর অবতরণ করিয়েছে।
চাঁদের বুকে শনিবার রাত ৯ টা বাজার ১১ মিনিট পরেই Chang’e-3 ধীরগতিতে অবতরণ করে, এটি ধীরে অবতরণের পরেই এর ৪ টি পা চাঁদের পৃষ্ঠে আঁকড়ে ধরে এবং সেখানে চলাচল করতে নিজেকে সক্রিয় করে তুলে। এর আগে Chang’e-3 প্রায় ১৫ কিলোমিটার উপর থেকে অনুসন্ধানের কাজে চাঁদের বুকে নেমে আসে এবং প্রায় ১০০ মিটার উপরে যেখানে lunar surface রয়েছে সেখানেই এসে এর গতি স্বয়ংক্রিয় ভাবে কমে আসে, এবং এটি নির্ধারিত চূড়ান্ত অবতরণ স্থানে খুব ধীর গতিয়ে অবতরণ করে।
Chang’e-3 চাঁদের বুকে আপাতত অনুসন্ধানের কাজ চালাবে এটি স্বয়ংক্রিয় ভাবে চাঁদের বুকে বিচরণ করবে। Chang’e-3 তে Yutu নামের একটি ক্ষুদ্র ল্যান্ডিং যান রয়েছে, এটি সৌর বিদ্যুতের সাহায্যে চলে এতে ৬টি চাকা এবং দুইটি আলাদা বৈদ্যুতিক হাত রয়েছে যা চাঁদের বুকে মাটি খনন করবে এবং তা সংগ্রহ করবে। Yutu প্রায় এক বছর ধরে চাঁদের ভূতাত্ত্বিক গঠন নিয়ে কাজ করবে।
সূত্রঃ দি টেক জার্নাল