The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

Intel তৈরি করল মেমরি কার্ডের মত ক্ষুদ্র Dual-Core কম্পিউটার!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ জনপ্রিয় কম্পিউটার সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান Intel তৈরি করল মেমরি কার্ডের মত ক্ষুদ্র Dual-Core কম্পিউটার!


intel-edison

Intel এর তৈরি এই Dual-Core কম্পিউটার এতোই ক্ষুদ্র যে এটি মানুষের দুই আঙ্গুলের মাঝেই নিজের অবস্থান তৈরি করে নিতে সক্ষম। Intel এর তৈরি এই Dual-Core কম্পিউটার পরিমাপে মাত্র ২২nm এবং এটি ক্ষুদ্র হলেও এর গতি অত্যন্ত দ্রুত।

Intel এই ক্ষুদ্র কম্পিউটারের নাম দিয়েছে ‘Edison.’ Intel জানিয়েছে তাদের তৈরি এই দ্রুত গতির ক্ষুদ্র কম্পিউটারে WiFi এবং Bluetooth ডিভাইস ও রয়েছে এবং এটি লিনাক্স অপারেটিং সিস্টেমে চলতে সক্ষম।

Intel এর এই ক্ষুদ্র পিসি CES ২০১৪ তে উপস্থাপন করা হচ্ছে, Intel জানিয়েছে তাদের তৈরি এই অতি আশ্চর্যের কম্পিউটার মানুষের পরিধান যোগ্য যন্ত্র হিসেবেও ব্যবহার করা যাবে। Intel এর প্রধান নির্বাহী Brian Krzanich জানিয়েছেন নতুন তৈরি ক্ষুদ্র অথচ দ্রুত গতির এই কম্পিউটার কিভাবে মানুষের পরিধান যোগ্য ডিভাইসে রুপান্তর করা যায় এবং কি কি কাজে এর প্রয়োগ ঘটানো যায় সেই বিষয়ে বিশ্ববিখ্যাত সব ডেভেলপার কাজ করে যাচ্ছেন।

ইতোমধ্যে Intel তাদের নতুন এই ক্ষুদ্র কম্পিউটারকে কিভাবে ব্যবহারকারীদের উপকারে আনা যায় এবং পরিধানযোগ্য একটি দ্রুত গতির কম্পিউটারে রূপান্তর করা যায় একই সাথে এতে থাকা সুযোগ সুবিধা সমূহ কি কি কাজে প্রয়োগ করা সম্ভব কিংবা আরও কি কি সুবিধা সংযুক্ত করা যায় এসব বিষয়ে ধারণা দিতে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে যার নাম ‘Make it Wearable’ এই প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন বিশাল অংকের পুরুস্কার, প্রথম বিজয়ীকেই দেয়া হবে ৫ লাখ ডলার প্রায় ৪ কোটি টাকা!

এখন পর্যন্ত এই ক্ষুদ্র অথচ দ্রুত গতির কম্পিউটার মানুষের কি কি কাজে ব্যবহার সম্ভব কিংবা মানুষের কোন কোন কাজ সমূহ আঙ্গুলের ডগায় এনে দিতে পারবে ‘Edison.’ তা নিয়ে কেউ কিছু বলতে না পারলেও এটা বুঝা যাচ্ছে কম্পিউটার দুনিয়াতে ব্যাপক ভাবে সাড়া ফেলতে যাচ্ছে এই নতুন ক্ষুদ্র কম্পিউটার।

সূত্রঃ দি টেক জার্নাল

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali