দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, তিনি ‘ক্যাশ’ চেয়েছিলেন গল্পচ্ছলে। একটি সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর দেওয়া বক্তব্য নেতিবাচকভাবে প্রচার করা সাংবাদিকদের উচিত হয়নি। এ কারণে সাংবাদিকদের দুঃখ প্রকাশ করা উচিত।
গতকাল রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। পত্রিকাগুলো এমন খবর ছেপে অনৈতিক কাজ করেছে। তিনি আরও বলেন, এলাকায় আওয়ামী লীগের একটি অংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা অন্য দলের সহযোগিতায় চক্রান্ত করে আসছে সব সময়। বিভিন্ন মিডিয়া তাঁর বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে নেতিবাচক ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে। যারা চরিত্র হননের চেষ্টা করেছে, তাদের দুঃখ প্রকাশ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘সংবর্ধনা দেওয়ার জন্য আমার এলাকায় প্রায় ২৫-৩০ হাজার মানুষ জমায়েত হয়েছিল। উন্মুক্ত ময়দানে আয়োজিত অনুষ্ঠানটিতে ফুল ও ক্রেস্ট গ্রহণ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। অন্ধকার নেমে আসলে অনুষ্ঠান বন্ধ করে দিতে হবে। এই তাগাদা থেকে সভামঞ্চে ফুল-ক্রেস্ট নিয়ে ভিড় জমানো একেবারে কাছের নেতা-কর্মীদের গল্পের ছলে ফুল ও ক্রেস্টের পেছনে অর্থ খরচ না করে দলের কাজে অর্থ ব্যয়ের পরামর্শ দিই।’
উল্লেখ্য, শুক্রবার নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের সরকারি পাবলিক মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আ স ম ফিরোজকে গণসংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘আগামীকাল (শনিবার) দলীয় কার্যালয়ে সকাল নয়টা থেকে বেলা ৩টা পর্যন্ত বসব। যদি কেউর উপঢৌকন দেওয়ার ইচ্ছা থাকে, তবে আর এই ক্রেস্ট না। ক্যাশ (নগদ টাকা) চাই, ক্যাশ চাই।’’
ওই খবর দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক সমালোচনা শুরু হয়। সরকারের উচ্চ মহল থেকেও এ বিষয়ে ব্যাপক সমালোচনা করা হয়।