দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোয়ান বলেছেন, ইসরায়েলকে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের চেয়েও বর্বর এরা মানব সভ্যতাকেই ধংস করে দিবে।
গতকাল শনিবার তুরস্কে এক নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোয়ান গাজায় চালানো ইসরায়েলের স্থল অভিযানের প্রসঙ্গ টেনে ইসরায়েলের সাথে হিটলারের তুলনা করেন। তিনি বলেন, ইহুদীরা এমন এক জাতি এরা বলে হিটলার খারাপ, আমি বলি তারা নিজেরা হিটলারের চেয়েও খারাপ এবং বর্বর, তারা একটি জাতি একটি দেশকে ক্যানসারের মত নিঃশেষ করে নিচ্ছে। ধংস করে দিচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রকে, গ্রাস করে নিচ্ছে একটি স্বাধীন রাষ্ট্রের সমগ্র সীমানা।
আগামী মাসে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন উপলক্ষে কৃষ্ণসাগর পাড়ের একটি বন্দর শহরে সমাবেশ করেন এরদোয়ান। এরদোয়ান অভিযোগ করেন, ফিলিস্তিন-শাসিত গাজায় অসমশক্তি প্রয়োগ করছে ইসরায়েল।
এদিকে, গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে দুই সহস্রাধিক। হতাহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। এই হত্যা এবং খুনের প্রতিবাদে তুরস্কে ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলছে।
সূত্র- যেটিএ