দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার পরিচালককে কষে থাপ্পড় দিলো এক অভিনেত্রী। ভারতীয় চলচ্চিত্র পরিচালক সচিন্দ্র শর্মাকে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই থাপ্পড় মেরেছেন অভিনেত্রী মনীষা কুমারী।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কুপ্রস্তাব দেওয়ায় নাকি ওই চলচ্চিত্র পরিচালক সচিন্দ্র শর্মাকে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই থাপ্পড় মেরেছেন অভিনেত্রী মনীষা কুমারী।
ভারতের অনলাইন সংবাদমাধ্যম এপিবি নিউজে খবরে বলা হয়েছে যে, মুম্বাই ক্যান ড্যান্স সালা সিনেমার গানের প্রকাশনা অনুষ্ঠানে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ওই সময় ওই অভিনেত্রীর বন্ধু রাখী সাওয়ান্তও মঞ্চে উপস্থিত ছিলেন। তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘ্টনাটি খুলে বলেন।
অনলাইনের ওই ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে সিনেমার পরিচালক এবং রাখী সাওয়ান্ত কথা বলছিলেন। সে সময় হঠাৎই মঞ্চে এসে পরিচালককে কষে থাপ্পড় মারেন মনীষা। থাপ্পড় খেয়ে পরিচালকও তার দিকে তেড়ে আসেন। তবে রাখীর মধ্যস্থতায় তারা দুজনেই মঞ্চ হতে নেমে যান।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মনীষা ও রাখী। মনীষা অভিযোগ করেছেন যে, ‘পরিচালক প্রথমে তাকে কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাব না মানায় আমাকে মারধরও করা হয়।’ তাই পরিচালককে শিক্ষা দিতেই এই থাপ্পড় বলে তিনি জানান।
রাখী সাওয়ান্ত বন্ধুর অভিযোগকে সমর্থন জানিয়ে পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগও জানিয়েছেন। তবে এটাকে মিথ্যে অভিযোগ বলে পাল্টা দাবি পরিচালক সচিন্দ্র শর্মার। শর্মার পরিবারও থানায় এই অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে।
উল্লেখ্য, মাত্র ক’দিন আগে স্বল্প কাপড়ের পোশাক পরায় এক অভিনেত্রী মঞ্চে উঠে থাপ্পড় মারেন এক দর্শক। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ঘটলো থাপ্পড়ের ঘটনা। তবে এবার পরিচালককে থাপ্পড় মারলেন অভিনেত্রী নিজেই।
দেখুন সেই ভিডিওটি