দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনশক্তি রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এবার আসছে সৌদি প্রতিনিধিদল। ১৭ সদস্যের একটি সৌদি প্রতিনিধিদল জনশক্তি আমদানির বিষয়ে রবিবার ঢাকায় আসছেন।
জনশক্তি রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বাংলাদেশ হতে জনশক্তি আমদানির বিষয়ে কথা বলতে আগামীকাল রবিবার ৩ দিনের সফরে ১৭ সদস্যের একটি সৌদি প্রতিনিধিদল ঢাকায় আসছেন। গতকাল শুক্রবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) মোশাররফ হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।
দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম সংবাদ মাধ্যমকে বলেছেন, ১৭ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সৌদি শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী ড. আহমেদ আল ফাহাইদ।
এই প্রতিনিধিদলটি বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ সরকারের শ্রম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানানো হয়েছে। বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বাংলাদেশ হতে জনশক্তি আমদানির বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন ও দ্রুততম সময়ের মধ্যে কিভাবে বাংলাদেশ হতে জনশক্তি নেওয়া যায় সে বিষয়ে করণীয় নির্ধারণ করবেন বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরব বাংলাদেশ হতে জনশক্তি নেওয়ার উপর যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে নেয়।