দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২৬ মাইল দৌড়ে বিশ্বরেকর্ড গড়লো ৯২ বছর বয়সের এক নারীর! সাফল্যকে চেখে দেখতে চাইলে বয়স কোনো বাধাই নয়, সেটিই প্রমাণ করলেন ওই মার্কিন নারী।
সকলকে তাক লাগিয়ে দিলেন ওই নারী। ৯২ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে এক ম্যারাথন প্রতিযোগিতায় নেমে ২৬ মাইল দূরত্ব দৌড়ে শেষ করেছেন হ্যারিট টমসন নামের ওই বৃদ্ধা। একইসঙ্গে সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে ম্যরাথন দৌড় শেষ করার রেকর্ডও গড়েছেন ওই নারী হ্যারিট টমসন।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ ক্যালিফোর্নিয়া হতে দৌড় শুরু করেন হ্যারট টমসন। সেই দৌড় গিয়ে থামান সান দিয়াগোতে। ২৬ মাইল দৌড়াতে তিনি সময় নেন মাত্র ৭ ঘণ্টা ২৪ মিনিট ৩৬ সেকেন্ড।
স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, অবশ্য দৌড় শেষে খানিকটা আড়ষ্ট হয়ে পড়েন হ্যারিট টমসন। তিনি ওই সংবাদপত্রকে জানিয়েছেন, ‘২১ মাইলের পর হতে আমি ক্লান্ত হয়ে পড়ি। কারণ আমাকে চড়াইয়ে উঠতে হচ্ছিল।’
উল্লেখ্য, সর্বশেষ সবচেয়ে বয়স্ক নারী যিনি ম্যারাথন দৌড় শেষ করেন তার নাম গ্ল্য়াডিস বারিল। তার বয়স ছিল ৯২ বছর ১৯ দিন। এবার নতুন রেকর্ড তৈরি করা হ্যারিট টমসনের বয়স ৯২ বছর ৬৫ দিন।