দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ২৫ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা। আজ সোমবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই পরশু হতে জিলহজ মাস গননা করা হবে সেই মোতাবেক ২৫ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আজ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সদস্য সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল।