দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জীবনের ঝুঁকি নিয়ে এ্যাডভেন্সার করার বিষয়টি অবশ্য নতুন কিছু নয়। যুগে যুগে সার্কাস থেকে শুরু করে নানা বিনোদনমূলক অনুষ্ঠান কিংবা বিভিন্ন স্থানে জীবনের ঝুঁকি নিয়ে খেলা দেখানো হয়।
এমন কিছু এ্যাডভেন্সারের জন্য এবার ঝুঁকি নিয়ে বিপজ্জনক কাজ করেছেন লুইস ফার্নান্দো ক্যান্ডেলা নামে এক ব্যক্তি। সম্প্রতি লুইস ব্রাজিলে সমুদ্র হতে অন্তত ১০০০ ফুট উঁচুতে একটি পাথরের অগ্রভাগে এমন কিছু কাজ করেছেন যা অবাক করেছে সবাইকে।
ব্রাজিলে সমুদ্রপৃষ্ট থেকে ১ হাজার ফুট উঁচু একটি পর্যটন কেন্দ্রের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ওই পর্যন্টন কেন্দ্রের খাড়া বাঁধে চূড়ায় উল্টো হয়ে ঝুলেছেন লুইস ফার্নান্দো ক্যান্ডেলা। তিনি সেখানে বেড়াতে যান।
লুইস অন্য কোনো বস্তুর সহযোগিতা ছাড়া শুধু পায়ের উপর ভর দিয়ে উল্টো হয়ে ঝুলে থাকেন। খাড়া বাঁধে চূড়ায় ঝুলন্ত অবস্থায় বিভিন্ন অঙ্গভঙ্গিও দেখান লুইস। এসময় সেখানে উপস্থিত অনেক পর্যটক লুইস ফার্নান্দো ক্যান্ডেলাকে অনুসরণের চেষ্টা করেন। কিন্তু বিফল হন। যা করে সকলকে তা লাগিয়ে দেন লুইস ফার্নান্দো ক্যান্ডেলা।