দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন উদ্যোগের বিশ্বসেরা ১০ তালিকায় বাংলাদেশের চালডাল স্থান করে নিয়েছে। পৃথিবীর সেরা ৫ শতাধিক নতুন উদ্যোগের মধ্যে সেরা দশ নির্বাচন করা হয়।
বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস কর্তৃক বিশ্বসেরা স্টার্টআপ সহায়তাকারী প্রতিষ্ঠান ‘ওয়াই কম্বিনেটর’ এই সেরা ১০ নির্বাচন করেন। পৃথিবীর সেরা ৫ শতাধিক নতুন উদ্যোগের মধ্যে বিশ্বসেরা ১০ নতুন উদ্যোগের তালিকায় নয় (৯) নম্বরে রয়েছে বাংলাদেশের গ্রোসারি শপ চালডাল ডট কম।
উল্লেখ্য, চালডাল বাংলাদেশের জনগণকে এক দোকানে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্য পাওয়ার সুবিধা দিচ্ছে। তাদের ৩টি ওয়্যারহাউজে ৪ হাজার এর বেশি প্রোডাক্ট। প্রতিদিন গড়ে প্রায় ৪০০ কাস্টমারদের কাছে পৌঁছে দিচ্ছে তারা পণ্য। বিশেষ বিশেষ ক্ষেত্রে মাত্র এক ঘণ্টার মধ্যে পণ্য কাস্টমারদের হাতে পৌঁছে দিচ্ছে চালডাল। সব দিক বিবেচনায় বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘ওয়াই কম্বিনেটর’ এর ২০১৫ সামিটে বিশ্বসেরা ৫০০ স্টার্টআপের র্যাংকিংয়ে ৯ম স্থান দখল করে চালডাল।