দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছাগল গৃহপালিত পশু। গ্রামে-গঞ্জের মানুষরা এই ছাগল পালন করেন। কিন্তু সেই ছাগল যদি খেপে যায় তাহলে তাকে নিয়ে তখন আর করার কিছু থাকে না। এমনই এক খ্যাপা ছাগলের কাণ্ড দেখুন আজ।
গ্রামে-গঞ্জের মানুষরা এই ছাগল পালন করেন। কিন্তু সেই ছাগল যদি খেপে যায় তাহলে তাকে নিয়ে তখন আর করার কিছু থাকে না। এমনই এক খ্যাপা ছাগলের কাণ্ড দেখুন আজ। একটি ভিডিও, যেটি দেখলেই বোঝা যাবে যে ছাগলটি কিভাবে খেপে গিয়ে মানুষের ওপর চড়াও হয়। ফানি করে এই ছাগলের কাণ্ডটি ইউটিউবে আপলোড করা হয়েছে।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=icCYtOSwcHQ