দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঝড়-বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া খেলায় প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। বড় স্কোরের আশায় ফাইনালে মরণপণ খেলছে ভারতের বিপক্ষে টাইগাররা।
ঝড়-বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া খেলায় প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। বড় স্কোরের আশায় ফাইনালে মরণপণ খেলছে টাইগাররা। লক্ষ্য একটায় বড় স্কোর করে ভারতে চাপের মধ্যে ফেলা। নির্ধারিত সময় খেলা শুরু না হলেও উপচে পড়া দর্শকদের ভীড় রয়েছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।