দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ সেই ১৯৭১ এর ভয়াল কালরাত্রি। আজকের এই ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানী হানাদার বাহিনী অতর্কিতভাবে হামলা করেছিল। বিভীষিকাময় সেই রাতের কথা জাতি আজও ভোলেনি।
১৯৭১ সালের ২৫ মার্চ ছিল বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত। এদেশের মানুষকে পরাধীনতার জিঞ্জিরে বেঁধে রাখতে ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানী সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে গণহত্যায় মেতে উঠেছিল সেদিন। মধ্যরাতে ঢাকা পরিণত হয় এক লাশের শহরে।
ওই রাতে ঢাকা শহরের রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে নির্বিচারে পাক হানাদার বাহিনী বাঙালি নিধন শুরু করে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাত্র এক রাতেই হানাদাররা নৃশংসভাবে হত্যা করেছিল অন্তত অর্ধ লক্ষাধিক বাঙালিকে।
এটি শুধু নিষ্ঠুরিএবং বীভৎস হত্যাকাণ্ডই নয়, ইতিহাসের এক কলংকজনক অধ্যায় ছিল। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকা গণমাধ্যমও সেদিন রেহাই পায়নি জল্লাদ ইয়াহিয়ার কুট পরিকল্পনার হাত থেকে। আজ সেই কালরাত্রি। বাঙালি জাতির ইতিহাসের এক কলংকজনক অধ্যায় করেছিল পাকিস্তানী বাহিনী। বাঙালিদের হৃদয় থেকে এখনও মুছে যায়নি সেই কালরাত্রির কথা।