দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাদিয়া ইসলাম মৌ বাস্তব জীবনে একজন সেলিব্রেটির মধ্যেই পড়েন। ধারাবাহিক ‘মেগা সিটির ভেগাবন্ড’-এ তিনি অভিনয় করছেন একজন সেলিব্রেটির চরিত্রেই।
বরজাহান হোসেন রচিত ‘মেগা সিটির ভেগাবন্ড’ নাটকটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ রানা। এই নাটকটিতে মৌ’এর বিপরীতে অভিনয় করেছেন মাজনুন মিজান।
সংবাদ মাধ্যমকে নাটকটির রচয়িতা বরজাহান হোসেন বলেছেন, ‘বন্ধনের অপর নাম হলো ভালোবাসা। তবে স্বপ্নের ব্যাখ্যা একেকজনের কাছে একেক রকম হয়ে থাকে। তবে ব্যাখ্যা আর যুক্তি যেটাই হোক না কেনো স্বপ্ন পূরণের নেশায় বিভোর থাকে প্রতিটি মানুষ। যাদের সেই স্বপ্নটি পূরণ হয়ে যায় তারাই মূলত একেকজন সেলিব্রেটি!’
বরজাহান হোসেন আরও বলেছেন, ‘আমার লেখা নতুন ধারাবাহিকে এমন একটি চরিত্রে অভিনয় করেছেন মৌ।’
‘মেগা সিটির ভেগাবন্ড’ নাটকটিতে আরও অভিনয় করছেন- ডলি জহুর, আহমেদ রুবেল, সাবেরী আলম প্রমুখ।
নাটকটির নির্মাতা সূত্রে বলা হয়েছে, খুব শীঘ্রই বেসরকারি একটি টিভি চ্যানেলে ‘মেগা সিটির ভেগাবন্ড’ নাটকটির প্রচার শুরু হবে।