দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পানি ছাড়া কী কখনও মাছ বাঁচতে পারে? হয়তো স্বাভাবিক উত্তর না। কিন্তু কৈ মাছ তা পারে। শুধু বেঁচে থাকায় নয়, শুকনো মাটিতে হাঁটতেও পারে। দেখুন ভিডিওতে!
আমরা ছোট বেলায় বাস্তবে এমন দৃশ্য অনেক দেখেছি। আজ এই ভিডিওটি দেখেও ছোটবেলার সেই কথা মনে পড়ে গেলো। দৃশ্যটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিরল তাতে সন্দেহ নেই। কৈ মাছ অনেক বেশি সময় পর্যন্ত জীবিত থাকে। অর্থাৎ অনেক কৈ মাছ বটিতে কাটার পরও দেখা যায় জীবিত রয়েছে। শুধু তাই নয়, কৈ মাছ রান্নার জন্য কড়াইতে নেওয়ার পরও জীবিত থাকে। আমরা ছোটবেলায় শুনেছি সে কথাও! সে কারণে দীর্ঘস্থায়ী কোনো কিছুর সঙ্গে তুলনা করতে গিয়ে বলা হয়, ‘কৈ মাছের প্রাণ’।
আজ পাঠকদের জন্য এমনই একটি ভিডিও রয়েছে। যারা কখনও দেখেনটি এমন দৃশ্য। তারা দেখে নিন কিভাবে শুকনো মাটিতে হাঁটছে কৈ মাছ।
দেখুন ভিডিও
https://www.youtube.com/watch?v=6UcMHd9z0Nc