দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিজ্ঞান আরও এক ধাপ এগিয়ে গেলো। এখন থেকে ফেলে দেওয়া মাছের আঁশেও উৎপাদিত হবে বিদ্যুৎ!
বিজ্ঞানের ছোঁয়ায় ক্রমেই মানুষের জীবন হয়ে উঠছে সহজতর৷ বিজ্ঞানীদের উদ্ভাবন মানুষ অনেক দূর নিয়ে যাচ্ছে। এবার এমনই এক উদ্ভাবন মানুষকে বিস্মিত করেছে। এবার নাকি মাছের আঁশ যাকে আমরা আশটে বলি, সেই আঁশ থেকে উৎপাদন হবে বিদ্যুৎ!
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তৈরি করেছেন ‘বায়োডিগ্রেডেবল এনার্জি হারভেস্টর’৷ যেখানে মাছের আঁশ হতেই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব!
গবেষকরা বলেছেন, মাছের আঁশে থাকে প্রচুর পরিমাণে কোলাজেন ফাইবার বা তন্তু৷ এই কোলাজেন তন্তুর এক ধরনের বিশেষ গুণ রয়েছে। বাহ্যিক চাপ প্রয়োগের কারণে তাতে ইলেকট্রিক চার্জ দেখা দেয়। এই ধর্মকে কাজে লাগিয়েই মূলত বায়ো-পিজোইলেকট্রিক ন্যানোজেনারেটর তৈরি করেছেন গবেষকরা।
এই ন্যানোজেনারেটরগুলি হতে শারীরিক সঞ্চালনে যে মেকানিক্যাল শক্তি পাওয়া যায়, তা থেকেই বিদ্যুৎ তৈরি করা সম্ভব।
অর্থাৎ এই ধরনের ন্যানোজেনারেটারে যদি বারবার আঙুল ছোঁয়ানো যায়, তাহলে অন্তত ৫০টি ব্লু-এলইডি জ্বলতে পারে!
বিজ্ঞানীদের ধারনা নতুন এই আবিষ্কার চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। পেসমেকার বদলে দেওয়া হতে শুরু করে আরও বহু মেডিক্যাল ডিভাইসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক ভূমিকা রাখতে পারে এই নতুন আবিষ্কার! বিজ্ঞানীরা বিষয়টি বেশ আশাবাদি।