দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিএনজি (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) ফিলিং স্টেশনগুলোর আজ থেকে (৩০ অক্টোবর) ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রলপাম্প ওনার্স এসোসিয়েশেন।
গতকাল (শনিবার) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বি আরটিএ) সদর দফতরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের এই ঘোষণা দেওয়া হয়।
ওই বৈঠকে ধর্মঘট আহবানকারী সংগঠনের দাবি পর্যালোচনার জন্য পৃথক দুটি কমিটি গঠন করা হয়। সড়ক ও জনপথ অধিদফতরের ইজারা ফি বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ বিভিন্ন দাবিতে আজ (৩০ অক্টোবর) হতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিলো সিএনজি ফিলিং স্টেশন মালিকরা।
গঠনকরা ওই কমিটি দুটি আগামী দুই মাসের মধ্যে রিপোর্ট দিবে। সেই অনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।