দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (রবিবার) শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। ইতিমধ্যেই পরীক্ষা গ্রহণের সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এবার প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন। গত বছর পরীক্ষার্থী ছিলো ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন। গত বছরের তুলনায় এবার উভয় পরীক্ষায় ২৪ হাজার ২২৬ জন কমেছে।
এবার প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন এবং ইবতেদায়ি সমাপনীতে ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
জানা গেছে, এ বছর প্রতিটি পরীক্ষা বেলা ১১টা হতে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি থাকবে। পরীক্ষা শেষ হবে আগামী ২৭ নভেম্বর।
মোট ৬টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রতি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানানো হয়েছে, এ বছর সারাদেশে ৭ হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি:
প্রাথমিক সমাপনী:
২০ নভেম্বর ইংরেজি
২১ নভেম্বর বাংলা
২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান
২৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা
২৭ নভেম্বর গণিত পরীক্ষা হবে।
ইবতেদায়ি সমাপনী:
২০ নভেম্বর ইংরেজি
২১ নভেম্বর বাংলা
২২ নভেম্বর বাংলাদেশ
বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান
২৩ নভেম্বর আরবি
২৪ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্,
২৭ নভেম্বর গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রথম প্রাথমিক সমাপনী শুরু হয়। ইবতেদায়ি সমাপনী শুরু হয় তার এক বছর পর হতে। সেই অনুযায়ী অষ্টমবারের মতো প্রাথমিক সমাপনী এবং সপ্তমবারের মতো ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।