দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনিমেষ আইচের পরিচালনা নির্মিত হচ্ছে নাটক ‘বিষফুল’। এই নাটকে অভিনয় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধরী ও অভিনেত্রী ভাবনা।
চঞ্চল চৌধুরী বলেছেন, ‘গেল কয়েক সপ্তাহ মিসির আলী চরিত্রে ডুবে রয়েছি। ভেবেছিলাম দেবী শেষ হওয়ার আগে আর কোনো নাটকে কাজ করবো না। তবে ‘বিষফুল’ নাটকের গল্পটি শুনে এতো ভালো লাগলো যে আর না করতে পারিনি।’
অপরদিকে ভাবনা বলেছেন, ‘বিষফুল’ নাটকের গল্পটা থ্রিলারধর্মী। গল্পটি এমন, আমাকে খুন করতে আসেন চঞ্চল ভাই। একটা সময় আমরা দুজনই দুজনের প্রতি দুর্বল হয়ে পড়ি। তবে তার মাথায় আমাকে খুন করার চিন্তা চেপে থাকে।’
নাটকটি নিয়ে নির্মাতা অনিমেষ আইচ বলেন, ‘বিষফুল’ নাটকটির শুটিং শেষ হয়েছে। কোন চ্যানেলে প্রচার হবে সেটি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। তবে আগামী ঈদে যেকোনো একটি চ্যানেলে দেখা যাবে।