দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাড়ির দামে পাওয়া যাবে বিমান! এমন কথা শুনতে আপনারও অবাক লাগছে। তবে সত্যিই নাকি এমন বিমানই এখন পাওয়া যাচ্ছে!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ইতালীয় গাড়ি ল্যাম্বরগিনির প্রকৃত মূল্য ৫ কোটি টাকা। এই সমপরিমাণ টাকাতেই আপনি পেতে পারেন ৫ আসনবিশিষ্ট বিমান। এই বিমানটি এক ইঞ্জিনবিশিষ্ট।
এই বিমানে চেপে এক শহর হতে আরেক শহরে খুব সহজেই আপনি যেতে পারবেন। মাত্র ৫শ’ মিটার জায়গা পেলেই ছোট্ট এই বিমানটি উড়ে যেতে কিংবা নেমে আসতে পারে। এরজন্য পৃথক কোনো রানওয়ের প্রয়োজন নেই। বাড়ির পাশের কোনো মাঠ থেকেও এই বিমানটি উড়তে পারে।
জানা গেছে, এই বিমানের গতিবেগ ঘণ্টায় ৩১০ কিলোমিটার। একটানা পৌনে ৪ ঘণ্টা উড়ার ক্ষমতা রয়েছে এই বিমানের। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় তৈরি হয় এই ৫ আসনের এক ইঞ্জিনবিশিষ্ট সিরাস বিমান। তাহলে আর কি কিনে ফেলুন গাড়ির দামে এই বিমানটি।