দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ভালবাসার ছেড়া ফুল’ গানে মডেল হয়েছেন মডেল অভিনেতা আনিসুর রহমান নিলয় ও এরিনা রিনা এ্যানি।
‘ভালবাসার ছেড়া ফুল’ গানটি লিখেছেন গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ, গানটির সুর, সঙ্গীত ও শিল্পী এফ এ সুমন।
সম্প্রতি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসহ ঢাকার বাইরে বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও দৃশ্য ধারণ করা হয়।
নতুন এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নিমার্তা অন্তর হাসান। এই মিউজিক ভিডিওর একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেন সাইফুল ইসলাম সোবেল।
প্রসঙ্গত এই যে, মডেল নিলয় বর্তমানে মডেলিং ও মঞ্চ নাটক নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। ঢাকা মৌলিক নাট্য দলের হয়ে দলের সভাপতি সাজু আহম্মেদের নির্দেশনায় নিয়মিত মহড়ায় অংশ গ্রহণ করছেন তিনি। মডেলিং দিয়েই ক্যারিয়ার গড়তে চান নিলয়। মিউজিক ভিডিওটি জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।