দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্রমেই সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে ব্রিটেনের এনএইচএস হ্যাকিং ম্যালওয়্যার। ইউরোপ, এশিয়ার একাধিক কোম্পানি এবং ব্যক্তির কম্পিউটারে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি।
এই ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কম্পিউটার, ল্যাপটপে থাকা ফাইল। যতোক্ষণ না টাকা দেওয়া হচ্ছে ততোক্ষণ খোলা যাচ্ছে না সেই ফাইল!
ব্রিটেনের ন্যাশানল হেলথ সার্ভিসের সিস্টেমে প্রথম এই ভাইরাসের অ্যাটাক হয়। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেন এবং রাশিয়ার। এনএইচএস-য়ের চেয়েও বেশি পরিমাণ ক্ষতি ঘটাতে সক্ষম এই ভাইরাসটি।
সাইবার সিকিউরিটি ফার্ম, অ্যানামোলি ল্যাবের সিকিউরিটি স্ট্র্যাটেজি ডিরেক্টর ত্রাভিশ ফারাল জানিয়েছেন ঠিক এমনটাই। টাকা দিলে তাদের কম্পিউটার বা ল্যাপটপের ফাইলগুলো পুনরায় ফিরে পাওয়া যাচ্ছে!
রিপোর্টে হতে জানা যায়, Wanna Decryptor নামের ম্যালওয়্যারটি সাধারণত সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা ব্যবহার করতেন অল্প কিছুদিন হলো। তবে যেটি ছড়িয়ে পড়ছে তা এই ম্যালওয়্যারের আপডেটেড ভার্সন।