দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাশয় রোগে ভোগা ব্যক্তির সংখ্যা নিতান্ত কম নয়। অন্ত্রের প্রদাহজনিত এই রোগের কারণে আপনার দৈনন্দিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তাই আমাশয়ের কারণ ও প্রতিরোধ সম্পর্কে জানা প্রয়োজন।
আমাশয় কি?
অন্ত্রের (মূলত কোলন) এক প্রকার প্রদাহজনিত রোগ হল আমাশয়। এর কারণে পেটে অল্প বা বেশি মাত্রায় ব্যথা হয়, ডায়রিয়া দেখা দেয় এবং মলের সাথে রক্ত বা শ্লেষ্মা নির্গত হয়। সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে আমাশয় হয়ে থাকে। সিঘেলা, কমপাইলোব্যাক্টর ও ই কোলির মতো ব্যাকটেরিয়া আমাশয়ের জন্য দায়ী। তবে কিছু ক্ষেত্রে ভাইরাসের সংক্রমণ ও অন্ত্রে রাসায়নিক পদার্থ প্রবেশের জন্যও আমাশয় হতে পারে।
লক্ষণ
আমাশয়ের লক্ষণ হিসেবে পেটের ব্যথা, ডায়রিয়া ও রক্তের সাথে শ্লেষ্মা হওয়ার মতো সমস্যা দেখা দেয়। সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণের ২-৩ তিন দিন পর এই লক্ষণগুলি দেখা দিয়ে থাকে। সংক্রমণের ৫-৬ দিন পর থেকে সমস্যা কমতে থাকে।
চিকিৎসা ও প্রতিরোধ
উপরে উল্লিখিত লক্ষণগুলি দেখা দিলে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তা গুরুত্ব সহকারে মেনে চলতে হবে। তবে নিম্নলিখিত বিষয়গুলি মেনে চললে আমাশয় প্রতিরোধ করা সম্ভব।
- সব সময় বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করুন।
- টয়লেট ও বাথরুম থেকে আসার পর হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন।
- খাবার খাওয়ার আগে তা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখে নিন।