দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা মাঝে মধ্যেই এমন কিছু ভিডিও দেখি যেগুলো দেখে সত্যিই হতবাক হয়ে যায়। এমনই একটি ভিডিও হলো কুুকুর ও অ্যানাকোন্ডার ভিডিও।
আমরা সবাই জানি দক্ষিণ আমেরিকার গহীন অরণ্য আমাজন’র অন্যতম আতঙ্কের নাম হলো এই অ্যানাকোন্ডা। এই জাতের অজগর সাপ যে কতোটা বিশাল এবং ভয়ংকার হতে পারে তা ইউটিউবের কল্যাণে অনেকেরই জানা। শুধু আকারেই বড় নয়, এই অ্যানাকোন্ডা যে কতো ভয়ঙ্কর হয়, সে সম্পর্কে অনেক কাহিনী রয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অ্যানাকোন্ডা সাপের একটি ভিডিও বেশ ভাইরাল। ওই ভিডিওতে দেখা যায় যে, একটি কুকুরকে জড়িয়ে ধরে রেখেছে বিশাল আকারের একটি অ্যানাকোন্ডা! কুকুরকে কাবু করে সাপটি নদীতে পর্যন্ত নেমেও গেছে।
এরপর কতিপয় ব্যক্তি সাপটির কবল হতে কুকুরটিকে উদ্ধারের চেষ্টা করছেন। বেশ কিছুক্ষণ টানাহেঁচড়ার করার পর নদী হতে ডাঙায় তোলা হয় সাপটিকে। তবে নানা চেষ্টা ও বল প্রয়োগের পরও কুকুরকে উদ্ধার করা বেশ কঠিন হচ্ছিল।
এমন এক পরিস্থিতিতে লাঠির আঘাতে কুকুরকে ছেড়ে দিতে বাধ্য হয় ওই সাপটি। আক্রান্ত কুকুরকেও উঠে দাঁড়াতে দেখা যায় ভিডিওটিতে। তবে আমাজন নদীর ধারে দৃশ্যটি ধারণ হলেও ঠিক কোথায় তা সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?time_continue=58&v=ACPjytlhRyU