The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

Nokia is bringing folding batteries to the market for their devices!

The Dhaka Times Desk বর্তমানে নানান কোম্পানি প্রতিদিন নানান আধুনিক প্রযুক্তি গ্রাহকের সামনে হাজির করছে, এবার নোকিয়া বাজারে আনতে যাচ্ছে ফোল্ডিং ব্যাটারি যা নানান পরিধান যোগ্য ডিভাইসে ব্যবহার করা যাবে এবং বদলে দিবে স্মার্ট ফোনের আকৃতি।


nokia-logo

কোম্পানি সমূহ প্রযুক্তি বাজার ধরতে একে অপরের সাথে তুমুল প্রতিযোগিতা মূলক অবস্থায় আছে। সেই ধারাবাহিকতায় নোকিয়া ঘোষণা দিল পরিধান যোগ্য ফোল্ডিং ব্যাটারির। ফোল্ডিং ব্যাটারি তৈরির কাজে নোকিয়া প্রথম মনোনিবেশ করে এ বছরের মার্চে। ধারণা করা হচ্ছে নোকিয়ার এই ফোল্ডিং ব্যাটারি যার নাম দেয়া হয়েছে ‘Battery Pack‘ মূলত ব্যবহার করা হবে স্মার্ট ঘড়ির জন্য। তবে এছাড়াও নানান পরিধান যোগ্য ডিভাইসেও এটি ব্যবহার করা হতে পারে।

Patent-Files-For-Folding-Batteries

এছাড়া ডেলি মেইল পত্রিকাতে ‘Battery Pack‘ এর প্রকাশিত ছবি থেকে দেখা যায় একটি সিরিজে একে একে অসংখ্য ব্যাটারি সংযুক্ত যা ফোল্ডিং করে রাখা যায়। এসব ব্যাটারি ভবিষ্যতে ফোল্ডিং করা যাবে এমন নমনীয় প্রযুক্তির মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। নোকিয়ার প্রস্তাবিত এই ব্যাটারি বাঁকা এবং নমনীয় মোবাইল তৈরিতে নতুন সম্ভাবনা দেখাচ্ছে।

Nokia-Foldable-Battery

বর্তমানে নানান প্রযুক্তি কোম্পানি তাদের স্মার্ট ফোনের অভ্যন্তরের সকল হার্ডওয়্যার ইচ্ছে মত পাতলা এবং ফোল্ডিং কিংবা নমনীয় করতে পারলেও ব্যাটারির কারণে ডিভাইসকে নমনীয় আকৃতি দিতে পারছেন না। এক্ষেত্রে নোকিয়ার ‘Battery Pack‘ এর সমাধান দিতে পারবে বলেই ধারণা করা হচ্ছে।

নোকিয়ার ফোল্ডিং ব্যাটারির প্রস্তাবনা অনুযায়ী তারা খুবি ছোট এবং নমনীয় ব্যাটারি তৈরি করবেন ফলে স্মার্ট ফোন তথা এসব ব্যাটারি দিয়ে চলবে এমন ডিভাইস সমূহ আরো ছোট আকৃতির করে তৈরি করা যাবে। উল্লেখ্য বর্তমানে ব্যাটারির চালিত সকল ডিভাইসে ব্যাটারির জন্য রাখতে হয় বিশাল একটি অংশ।

article-2478260-1909DBC300000578-734_634x387

তবে ব্যাটারির আকৃতি নিয়ে নোকিয়াই প্রথম কোন প্রযুক্তি কোম্পানি নয় যারা ভাবছেন, নোকিয়ার আগে কোরিয়ান কোম্পানি LG স্মার্ট ফোনের ডিজাইনে নতুনত্ব আনতে বাঁকা আকৃতির ব্যাটারি তৈরি করে এবং তা দিয়ে LG কার্ভ অর্থাৎ বাঁকা স্মার্ট ফোন তৈরি করে।

Source: The TechJournal And Daily Mail

You may also like this
Loading...
sex không che
mms desi
wwwxxx
en_USEnglish