The Dhaka Times Desk মানুষ সামাজিক জীব। আর এই সামাজিকতার অংশ হিসেবেই একাকী জীবন কাটানো আসলে কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। সে সব সময়ই নিজের আশেপাশে সঙ্গ খুঁজে থাকেন। নিজের সুখ দুঃখগুলো ভাগ করে নেয়া যায় এমন মানুষ খুঁজতে থাকেন । কিন্তু সমস্যা হলো প্রত্যেকটি মানুষ সঠিক সময়ে নিজের পাশে কাউকে খুঁজে পান না। যদি একাকী জীবন কাটাতে না চান তবে কিছু অভ্যাস আজই ত্যাগ করুন।
আপনি যদি অতিরিক্তমাত্রায় আত্মকেন্দ্রিক হয়ে থাকেন
আপনি যদি অতিমাত্রায় আত্মকেন্দ্রিক হয়ে থাকেন তবে আপনাকে এই জন্য অবশ্যই পস্তাতে হবে। আত্মকেন্দ্রিক মানুষ নিজের গন্ডির বাইরে যেতে পারে না। ফলে তারা এই জগতের মধ্যে আটকা পড়ে যায়। নিজেকে উদার করুন। আপনার নিজের একটা আলাদা সময় থাকবে যেমনটি প্রতিটি মানুষেরই থাকে। কিন্তু সেই আলাদা নিজের সময়টুকু অতিমাত্রায় দীর্ঘায়িত হয়ে থাকে তবে তা কখনোই মঙ্গলজনক হবে না। আপনার এই আত্মকেন্দ্রিক মনোভাবের কারণে সবাই আপনাকে স্বার্থপর ভাববে।
আপনি যদি নিজেকে সবসময় গুরুত্বপূর্ণ ভেবে থাকেন
প্রতিটি মানুষের নিজের কিছু ইচ্ছে থাকে এবং স্বপ্ন থাকে। আপনার যেমন ইচ্ছে এবং স্বপ্ন রয়েছে তেমনি আপনার পছন্দের মানুষেরও রয়েছে কিছু ইচ্ছে আর স্বপ্ন। আপনি যদি আপনার পছন্দের মানুষের ইচ্ছের একেবারেই গুরুত্ব না দিয়ে থাকেন তবে তার পক্ষে হয়তো আপনার সাথে থাকা সম্ভব হবে না। তাই একাকী জীবন কাটাতে না চাইলে সঙ্গীর ইচ্ছেটাকেও গুরুত্ব দিতে শিখুন। একটি সম্পর্কে দুজনের গুরুত্ব সমান হতে হয়, তবেই সম্পর্কটি শেষ পর্যন্ত টিকে থাকে। সম্পর্ক দুজনের মধ্যে হয়, সুতরাং গুরুত্ব এখানে দুজনেই পাবেন। নিজেকে সব কিছু ভাবা এই ধরনের অভ্যাস ত্যাগ করুন।
আপনি যদি স্বার্থপরতার মাঝে আটকা পড়ে থাকেন
আপনার সাথে অন্য একজনের যে ধরণের সম্পর্কই থাকুক না কেন বন্ধু, ভালোবাসার সম্পর্ক এমনকি আত্মীয়ের সম্পর্ক আপনি যদি সব সময় নিজের স্বার্থের কথা চিন্তা করে অবিবেচকের মতো আচরণ করেন তবে সেই দিন বেশি দূরে নেই যদি আপনি নিজের পাশে কাউকে পাবেন না। মাঝে মাঝে অন্যের জন্য বিনা স্বার্থে কাজ করে দেখুন, মানুষের ভালোবাসা পাবেন। আপনার নিজের ভেতরেও একটি আত্মবিশ্বাস তৈরি হবে এই জন্য যে আপনিও মানুষের জন্য কিছু করতে পারেন।
আপনি যদি খুব বেশি খুঁতখুঁতে হওয়া
আপনি যদি কথায় কথায় খুঁত বের করেন এবং খুব বেশি পছন্দ অপছন্দের ব্যাপারটি ঘাটতে থাকেন তবে আপনাকে একাকী জীবন কাটাতে হবে। একটা বিষয় মাথায় রাখুন প্রত্যেকটি মানুষই আলাদা ব্যক্তিসত্তা। আপনি নিজের হুবহু কপি আরেকটি পাবেন না এই চেষ্টা করাটাও ঠিক নয়। আবার পছন্দের মানুষটির খুব বেশি ভুল ধরলেও আপনি তাকে ধীরে ধীরে হারিয়ে ফেলবেন। তাই একাকী জীবন পার না করতে চাইলে খুঁতখুঁতে স্বভাবটা কমিয়ে ফেলুন। ছাড় দিতে শিখুন। জীবন সুখের হবে।