The Dhaka Times Desk ম্যাচ পাতানো জুয়াড়িদের এক খেলায পরিণত হয়েছে। এমনই একটি পাতানো খেলার কাহিনী ঘটেছে সিঙ্গাপুরে। সেখানে পাতানো ম্যাচের জন্য যৌনকর্মী দেওয়া হয়েছে ঘুষ হিসেবে!
সংবাদ মাধ্যম বলেছে, সিঙ্গাপুরে পাতানো ফুটবল ম্যাচ খেলতে ঘুষ হিসেবে ৩ রেফারিকে যৌনকর্মী সরবরাহ করা হয়। আর এই কাজটি করেছিলেন সিঙ্গাপুরের একটি নাইটক্লাবের মালিক এরিক ডিং সি ইয়াং। একাজ করার জন্য তাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই পাতানো ম্যাচের অভিযোগে ওই ৩ রেফারিকে আগেই কারাভোগও করতে হয়েছে।
ঘটনাটি ২০১৩ সালের এপ্রিল মাসের ঘটনা। সিঙ্গাপুরের ক্লাব তাম্পাইনস রোভার্স আর কলকাতার ইস্ট বেঙ্গলের মধ্যকার খেলা পরিচালনা করার কথা ছিল লেবাননের ওই ৩ রেফারির। কিন্তু ম্যাচ পাতাতে ঘুষ হিসেবে তাদের জন্য যৌনকর্মী সরবরাহ করেন সিঙ্গাপুরের প্রখ্যাত একটি নাইটক্লাবের মালিক এরিক ডিং সি ইয়াং। খবর বাংলাদেশ নিউজ২৪।
তবে সফল হয়নি ওই জুয়াড়িরা। খেলা শুরুর আগেই বিষয়টি জানাজানি হয়ে যায়। খেলা শুরুর আগেই ওই রেফারিদের গ্রেফতার করা হয়। এরপর মূল রেফারি আলি লাব্বাঘকে ৬ মাসের এবং দুই সহকারী রেফারিকে ৩ মাসের কারাদণ্ড দেয় আদালত। তারা ৩ জন ইতিমধ্যেই কারাভোগ করেছেন।
এ ছাড়া ফিফা লাব্বাঘকে বিশ্বের কোনো স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে আজীবনের নিষেধাজ্ঞাও জারি করেছে। অপর দুই সহকারীর বিরুদ্ধে ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা।