The Dhaka Times Desk মনিবভক্ত এক উট অনশন করছেন কবরের পাশে। ইয়েমেনের একটি গ্রামের এমন ঘটনায় সবাই আশ্চর্য হয়ে গেছেন।
কুকুরকে আমরা প্রভুভক্ত হিসেবে জানি। কুকুর সব সময় প্রভুর জন্য আত্মত্যাগ করে থাকে এমন নজির আমরা অনেক দেখেছি। কিন্তু এবার শোনা গেলো এক প্রভুভক্ত উটের কথা। নিরীহ প্রাণী উটও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
৭ দিন আগে মনিব মারা গেছে। আলী আল নানা নামের ওই মনিবকে কবরও দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মনিবকে কবর দেওয়ার পর হতে উটটি কবরটি ছেড়ে যাচ্ছে না। চেষ্টা করেও প্রভুভক্ত উটটিকে কবর হতে সরানো হলেও সে আবার ফিরে যায় ওই কবরের কাছে। গ্রামটি ইব প্রদেশে, নাম সিদা। ইয়েমেনের গ্রামের এই ঘটনায় সবাই আশ্চর্য হয়েছেন।
গ্রামবাসী জানিয়েছেন, উটটি গোরস্থানে লাশ নিয়ে যাওয়ার সময়ও সঙ্গেই ছিল। আল নানার ছেলে চুরি হয়ে যেতে পারে এমন ভয়ে উটটিকে বাড়িতে নিয়ে এসেছিলেন। কিন্তু পরক্ষণেই সেটি আবার কবরের পাশে চলে যায়।
এলাকাবাসী জানান, উটটিকে প্রায়ই কবরটি শুকতে দেখা গেছে। এই ঘটনা দেখে অনেকেই সেখানে ভিড় জমাচ্ছেন। উটটি কিছু খাচ্ছে না। এমনকি মনিবের শোকে পানিও পান করছে না।
উল্লেখ্য, এই ঘটনা জানার পর উপসাগরীয় এলাকার বেশ কয়েকজন ধনী ব্যক্তি প্রভুভক্ত এই উটটি কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। তথ্যসূত্র: গালফ নিউজ।