The Dhaka Times Desk পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ৩১ লাখ শিক্ষার্থীর ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। প্রাথমিকে পাস ৯৫.১৮% , ইবতেদায়ীতে ৯২.৯৪ % । কিভাবে ফলাফল জানবেন যেনে নিন।
আজ (শনিবার) সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
প্রাথমিকে এবার ৯৫ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অপরদিকে ইবতেদায়ীতে পাস করেছে ৯২ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী।
গত বছর প্রাথমিক সমাপনীতে পাসের হার ছিল ৯৮ দশমিক ৫১ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
Students can know the result on mobile, internet. Primary Final and Ibtedayi results are available on Department of Primary Education website (www.dpe.gov.bd) and Teletalk website (http://www.teletalk.com.bd).
Students can know the result on mobile, internet. Primary Final and Ibtedayi results are available on Department of Primary Education website (www.dpe.gov.bd) and Teletalk website (http://www.teletalk.com.bd).
How to know the result
যে কোনো মোবাইল থেকে DPE লেখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করেও আসবে প্রাথমিকের ফল।
ইবতেদায়ির ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।