The Dhaka Times Desk খেলা নিয়ে বজি ধরা হয়, এটা আমাদের জানা। তবে কোনো দেশের প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়ে জুয়া খেলে লাল হওয়ার ঘটনা এবারই প্রথম ঘটেছে।

অনেকেই শুনে অবাক হবেন আমেরিকার ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বাজি ধরে ব্রিটিশ এক ধনকুবের জিতে নিয়েছেন লাখ লাখ পাউন্ড!
মার্কিন ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প যখন সকল জরিপ, জনমতকে বুড়ো আঙুল দেখিয়ে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তখন এক ব্রিটিশ ব্যবসায়িও সেই সুবাদে হয়ে গেলেন লালে-লাল। জিতে তার অ্যাকাউন্টে ঢুকে গেলো ১২ লাখ পাউন্ড। ট্রাম্পের মতো তিনিও নিশ্চিত ছিলেন নির্বাচনে ট্রাম্পেরই জয় হবে। সে কারণে তার পক্ষেই ধরেছিলেন বাজি।
বাজি জেতার পর মেট্রো ইউকেকে এক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই ব্যবসায়ী বলেছেন, ”ট্রাম্প সত্যি সত্যিই জিতে গেছেন, এ খবরে লোকজনকে হতবাক হতে দেখে আমি নিজেই বরং অবাক। আমি ঘুমাতে যাচ্ছিলাম, এমন সময় ফক্স নিউজে সুইচ অন করেই বুঝে যাই লোকজন যতোই যা বলুক না কেনো, হিলারি জিততে পারবেন না। তাই আমি টিভি দেখতে থাকি।”
কে এই ব্রিটিশ ধনকুবের যিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এতো বড় অংকের বাজি ধরলেন?
এই ধনকুবের ৬০ বছর বয়সী ভিনসেন্ট চেঙ্গিজ। তার সারাজীবনের অভিজ্ঞতা তাকে ইঙ্গিত দিয়েছিল যে, এবারের নির্বাচনে ট্রাম্পই জিতবেন। তাই তিনি এতোটুকুও কুণ্ঠাবোধ করেননি বাজি ধরতে।
তবে ট্রাম্প জেতায় তিনি খুশি হয়েছেন কিনা তা অবশ্য মিডিয়াকে জানাতে রাজি হননি এই ধনকুবের চেঙ্গিজ। তবে বাজি জেতায় তিনি আনন্দিত। একইসঙ্গে এই ব্রিটিশ ধনকুবের মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের সময় বিভিন্ন খাতে ব্যাপক পরিবর্তন আসবে। তার কিছু পলিসি খুবই ভালো। তবে বেশ কিছু পলিসি তাকে ঢেলে সাজাতে হবে বলে মনে করেন ভিনসেন্ট চেঙ্গিজ।