দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত মুরগী বা হাঁসের ডিম ছোট মুখ বিশিষ্ট কাঁচের বোতলে প্রবেশ করতে পারে না। কিন্তু বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে সহজে একটি ডিমকে বোতলের মধ্যে প্রবেশ করানো যায়। তাহলে চলুন পরীক্ষাটি শুরু করি।
এই পরীক্ষাটি করতে হলে প্রথমে আপনাকে কিছু জিনিস জোগাড় করতে হবে।
* ভাল করে সিদ্ধ করা একটি ডিম।
* সহজে বোতলের মুখ দিয়ে ডিম প্রবেশ করতে পারবে না এমন একটি কাঁচের বোতল।( ডিমের চেয়ে একটু ছোট মুখের কাঁচের বোতল।)
* একটি কাগজ।
* একটি দিয়াশলাই ।
পরীক্ষা পদ্ধতিঃ
* প্রথমে সিদ্ধ ডিমটির খোলস ছাড়িয়ে নিন।
* তারপর ডিমটি বোতলের মুখে ধরি । লক্ষ্য করুন, ডিমটি ভিতরে ঢুকল না ।
* এখন এক টুকরা কাগজকে কয়েক ভাজ করে দিয়াশলাইয়ের সাহায্যে আগুন ধরিয়ে বোতলের মুখ থেকে ডিমটি সরিয়ে বোতলের ভিতরে রাখি। ৪/৫ সেকেন্ড পরে আগুন নিভে যাওয়ার আগেই ডিমটির সরু মুখটি নিচের দিকে করে বোতলের মুখের উপর রেখে দিই ।
অপেক্ষা করুন আর দেখুন । কি দেখলেন – ডিমটি আস্তে করে বোতলের ভিতরে ঢুকে গেল ।
ব্যাখ্যাঃ যখন বোতলের মধ্যে আগুন নিভে যায় তখন বোতলের ভিতরের বায়ূ গরম এবং বাইরের বায়ু সেই তুলনায় শীতল থাকে। ফলে বাইরের এবং ভিতরের বায়ুর চাপের তারতম্য সৃষ্টি হয়। সুতরাং বায়ু তার চাপের ভারসাম্য রক্ষা করতে বোতলের মুখের বস্তুকে চাপ দেই ভিতরে প্রবেশ করার জন্য। তাই বাইরের বায়ুর চাপে ডিমটি ভিতরে প্রবেশ করে।
দেখুন ভিডিও