দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশ গবেষণাবিষয়ক মার্কিন সংস্থা নাসা প্রথমবারের মতো মঙ্গল গ্রহে হেলিকপ্টার পাঠাবে! কোনো যান সেখানে উড়তে সক্ষম কি না, মূলত সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য হেলিকপ্টারটি সেখানে পাঠানো হবে।
নাসা বলেছে, তাদের ‘মার্স রোভার’-এর সদস্য হবে এই হেলিকপ্টারটি। এই হেলিকপ্টারটির নাম দেওয়া হয়েছে ‘মার্স হেলিকপ্টার’। এটির ওজন এক কেজি ৮০০ গ্রাম। নাসার এক দল বিজ্ঞানী চার বছরের পরিশ্রমে তৈরি হয়েছে নতুন এই মঙ্গলে যাওয়ার যানটি। আপাতত ২০২০ সালে এটি মঙ্গলে পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার।
বিবিসির এক খবরে বলা হয়, হেলিকপ্টারটি মঙ্গল গ্রহে যেনো উড়তে পারে, ঠিক সেভাবেই বানানো হয়েছে। কারণ হলো মঙ্গল গ্রহের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের প্রায় ১০০ ভাগের এক ভাগ, যে কারণে সেখানে কোনো যান উড়তে পারে কি না সেটি দেখা দরকার।
এদিকে নাসা বলেছে, হেলিকপ্টারটি ‘এয়ার এয়ারক্রাফট’-এর চেয়েও ভারি। কারণ হলো, ‘এয়ার এয়ারক্রাফট’ বলতে সাধারণত বেলুন এবং ‘অ্যারোস্ট্যাট’ বোঝানো হয়ে থাকে। ভেনাসের বায়ুমণ্ডলে ইতিপূর্বে দুটি বেলুন পাঠানো হলেও হেলিকপ্টারের মতো কোনো যান এ পর্যন্ত ভিনগ্রহে পাঠানো হয়নি।
জানা গেছে, নাসার এই হেলিকপ্টারটিতে দুটি পাখা আরয়েছে। এগুলো মিনিটে ৩ হাজার বার ঘুরতে সক্ষম। পৃথিবীতে যেসব হেলিকপ্টার রয়েছে সেগুলোর পাখা সাধারণত মিনিটে ৩০০ বার ঘুরতে সক্ষম।
সংবাদ মাধ্যমকে নাসার প্রশাসক জিম ব্রিডেনস্টাইন বলেছেন, ‘ভিনগ্রহে হেলিকপ্টার পাঠানোর অভিযান অনেকটা রোমাঞ্চকর বিষয়। মঙ্গল গ্রহ নিয়ে আমাদের গবেষণায় এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি।’
This post was last modified on মে ২৩, ২০১৮ 10:47 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…