The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

টেস্ট ক্রিকেটে আর থাকছে না টস

ক্রিকেটের একটা অবিচ্ছেদ্য অংশ ‘টস’। সব ফরম্যাটেই টসের পরে ম্যাচের সূচনা হয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্রিকেটের একটা অবিচ্ছেদ্য অংশ ‘টস’। সব ফরম্যাটেই টসের পরে ম্যাচের সূচনা হয়। তবে ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট- টেস্টে ভবিষ্যতে টস না থাকার সম্ভাবনা তৈরী হয়েছে।

টেস্ট ক্রিকেটে আর থাকছে না টস 1

পাঁচ দিনের খেলা টেস্টে স্বাগতিকরা নিজেদের ইচ্ছেমতো পিচ বানিয়ে সুবিধা নিয়ে থাকে। অস্ট্রেলিয়া,ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় যেমন পেসার সহায়ক উইকেট বানানো হয় তেমনি উপমহাদেশে প্রেক্ষাপট উল্টো। বাংলাদেশ,ভারত,শ্রীলঙ্কায় সাধারণত সুবিধা পান স্পিনাররা। অন্যদিকে স্বাগতিক দল টসে জিতলে ম্যাচের ভাগ্য অনেক ক্ষেত্রেই টসের মাধ্যমেই নির্ধারণ হয়ে যায়। টেস্টে আরও ভারসাম্য আনতে টস প্রথা তুলে নেবার কথা ভাবছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি মাসের শেষে ভারতের মুম্বাইয়ে হবে আইসিসির বৈঠক। এতে টেস্টে টস প্রথা নিয়ে বিষদ আলোচনা হবে। যদি টস প্রথা উঠে যায়, তাহলে টেস্টে সফরকারী দল আগে বোলিং কিংবা ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারবে। আগামী বছর শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্টের এই বড় আয়োজনে টস প্রথা না থাকার সম্ভাবনা আছে। এমনকি আগামী বছরের অ্যাশেজেও টস বাতিল করার পরিকল্পনা করা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...